বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

অনিয়মের ফাঁদে গৃহহীনদের স্বপ্নের প্রকল্প

আশ্রয়ণ প্রকল্পের নিমাণাধীন ঘর। ছবি : কালবেলা
আশ্রয়ণ প্রকল্পের নিমাণাধীন ঘর। ছবি : কালবেলা

নাটোরের বাগাতিপাড়ায় সালাইনগর আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনার তোয়াক্কা না করে প্রকল্পের বিভিন্ন খাতে নির্ধারিত বরাদ্দের কম খরচ করে টাকা বাঁচিয়ে পকেট ভরছে প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা। গরিবের ঘর নির্মাণে ব্যবহার হচ্ছে মানহীন সব উপকরণ। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ইউএনও কার্যালয়ের কর্মকর্তারা বলছেন এসব ঘর নির্মাণে তারা সরকারি বরাদ্দের চেয়েও বেশি অর্থ খরচ করছেন।

বাগাতিপাড়া ইউএনও’র কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় পুরাতন জরাজীর্ণ সিআইসিট ব্যারাকের স্থানে সেমি পাকা একক গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় বাগাতিপাড়ায় ৪০টি একক গৃহ নির্মাণাধীন রয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের এ প্রকল্পে প্রতিটি একক গৃহ প্রতি সরকারি বরাদ্দ ২ লক্ষ্য ৮৬ হাজার টাকা। ৪০টি ঘরের বিপরীতে মোট ১ কোটি ১৪ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে বাগাতিপাড়া উপজেলা প্রশাসন।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রকল্প এলাকার বাসিন্দারা জানান, নির্মাণাধীন আশ্রায়ণ প্রকল্পের এসব ঘরের জন্য দরজা-জানালা তৈরি করা হয়েছে নির্ধারিত ওজনের চেয়ে কম ওজনের। প্রতিটি জানালার ওজন রয়েছে ২২-২৩ কেজি। দায়সারা রং দিয়ে চলছে এসব দরজা জানালা রাঙানোর কাজ। ঘরের চালা নির্মাণের কাঠামো তৈরির জন্য রাখা নিম্নমানের কাঠ রং করতে ব্যবহার করা হচ্ছে রঙের নামে মানহীন ভুসি কালি। নিম্নমানের উপকরণ ব্যবহার করা ও ওজনে কারচুপি করে নির্ধারিত বরাদ্দের টাকা হাতিয়ে নিতেই প্রকল্পের এমন বাস্তবায়ন বলে দাবি তাদের।

নিম্নমানের উপকরণ ব্যবহার ও দরজা-জানালার ওজনের কারচুপির বিষয়ে জানতে চাইলে বাগাতিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুমিনুল হক বলেন, বাইরে থেকে অনেকে অনেক কিছু বলতে পারে। তবে, আশপাশের যেকোনো উপজেলার চাইতে আমাদের কাজের মান ভালো হচ্ছে। প্রতিটি বড় দরজায় সরকারি বরাদ্দ ৪ হাজার ৩শ টাকা। ভ্যাট, আইটি ও কন্ট্রাক্টর প্রফিট বাবদ ২০ শতাংশ বাদ দিলে নির্ধারিত বরাদ্দ থাকে ৩ হাজার ৪শ ৪০ টাকা।

তিনি বলেন, প্রতিটি বড় দরজা দেওয়া হচ্ছে ৪০ কেজি ওজনের। যার প্রতি কেজির মূল্য ১২০ টাকা। প্রতিটি বড় দরজায় সরকার নির্ধারিত বরাদ্দের চেয়ে ১ হাজার ৩শ ৬০ টাকা বেশি খরচ হচ্ছে। পাশাপাশি প্রতিটি ছোট দরজায় নির্ধারিত বরাদ্দের চেয়ে বেশি খরচ হচ্ছে ৭০০-৮০০ টাকা। আবার প্রতিটি জানালা তৈরিতে বরাদ্দ থাকা ৩ হাজার ২শ টাকায় প্রতি কেজি ১২০ টাকা হিসেবে সাড়ে ২৬ কেজি ওজনের জানালা তৈরি করা সম্ভব। তবে খরচ বাঁচাতে প্রতিটি জানালায় ২ কেজি করে ওজনে কম দিচ্ছেন বলে জানান এ কর্মকর্তা।

নিজের খেয়াল-খুশি মত সরকার নির্ধারিত বরাদ্দের কমবেশী করে প্রকল্প বাস্তবায়ন করার যৌক্তিকতা নিয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি এ কর্মকর্তা।

বাগাতিপাড়া ইউএনও’র কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (সংযুক্ত) বজলুর রশিদ বলেন, ‘কাজ ভালো হচ্ছে। কয়েকটি জানালার ওজনে একটু সমস্যা ছিলো সেগুলো আমরা ফেরত দিয়েছি। জানালা নিয়ে বেশি ঝামেলা হয় বলে আমি এটার দায়িত্ব নেইনি। ইউএনও স্যার নিজেই দরজা জানালার বিষয়টি দেখছেন।’

দরজা-জানালা তৈরিতে নির্ধারিত বরাদ্দের চেয়ে বেশি খরচ হচ্ছে। খরচের এই অতিরিক্ত টাকার জোগান দিতে অন্যান্য নির্মাণ ব্যয় বাঁচানো হচ্ছে দাবি করে বজলুর রশিদ বলেন, ‘আমরা যে রেটে কাজ করাচ্ছি অন্য কেউ এই রেটে কাজ করাতে পারছে না। যেখানে ১০ হাজার খরচ হওয়ার কথা সেখানে আমরা ৮ হাজার টাকা দিয়ে কাজ করাচ্ছি।’

বাগাতিপাড়া ইউএনও মোহাইমেনা শারমীন বলেন,‘স্পেসিফিকেশন অনুযায়ীই কাজ করা হচ্ছে। আমাদের কাজ দেখে সকলেই প্রশংসা করেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের পাল্টা শুল্কারোপে মার্কিন শেয়ারবাজারে ধস

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ

অস্তিত্ব সংকটে ফুলবাড়ীর বাঁশ-বেতশিল্প

রোহিঙ্গাদের আগামী বছরের মধ্যে পাঠানো যাবে কি না সংশয় প্রেস সচিবের

আটাশ পেরিয়ে রাশমিকার ঊনত্রিশ

বন্ধ হয়ে যাওয়া ‘আপন দুলাল’ নাটকের মঞ্চায়ন আজ

গাজায় গত ২৪ ঘণ্টায় অবিরাম হামলা, দেখুন ছবিতে

ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের নিরাপত্তায় যৌথ বাহিনী

শখের মোটরসাইকেলে প্রাণ গেল নাহিদের

গভীর রাতে রান্নাঘরে শব্দ, দরজা খুলে হতভম্ব পরিবারের সদস্যরা

১০

কোন ভুলের শাস্তি পাচ্ছে লেবানন?

১১

সৃষ্টিকর্তা ফ্যাসিবাদকে ধ্বংস করতে তরুণ প্রজন্মকে পাঠিয়েছে : গোলাম রসুল

১২

সাতসকালে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

১৩

মানুষের মতো কথা বলছে কাক, অবাক নেটিজেনরা

১৪

ধামরাইয়ে নারীকে পিটিয়ে হত্যা

১৫

ইয়েমেনের ছোড়া মিসাইল ঠেকাতে আর্থিক চাপে মার্কিনিরা

১৬

ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ

১৭

আইএমএফের প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ

১৮

০৫ এপ্রিল : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৯

০৫ এপ্রিল : আজকের নামাজের সময়সূচি

২০
X