মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত পুলিশ : হাইওয়ে পুলিশপ্রধান

বাইপাইলে সড়ক পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাইওয়ে পুলিশপ্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান। ছবি : কালবেলা
বাইপাইলে সড়ক পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাইওয়ে পুলিশপ্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান। ছবি : কালবেলা

ঈদ এলেই ছিনতাইকারী ও মলম পার্টিসহ বিভিন্ন অপরাধিদের তৎপরতা বেড়ে যায়। সাধারণ মানুষের ঈদযাত্রা নিরাপদ ও আনন্দঘন করতে এরইমধ্যে বহু অপরাধীকে ধরা হয়েছে। সাদা পোশাকেও আমাদের নজরদারি রয়েছে। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) দুপুরে বাইপাইলে সড়ক পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহাবুদ্দিন খান আরও বলেন, ঈদুল ফিতরের যাত্রা উপলক্ষে আমাদের সার্বিক প্রস্তুতি এবং নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এটা আমি বলব, প্রত্যেকবারের মতোই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এবারে বিশেষ করে নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত সড়কের নির্মাণকাজ চলছে। ইতোমধ্যে সড়ক ও জনপথসহ সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের কয়েক দফা কথা হয়েছে, সমন্বয় হয়েছে। তবে নির্মাণকাজ ঈদের আগপর্যন্ত তারা যে অবস্থায় রাখবে, সেটা যাতে ঈদযাত্রায় কোনো বাধা তৈরি না করে। ইতোমধ্যে অনেক কাজ হয়েছে। অনেক কিছু অপসারণও হয়েছে। যেখানে কনস্ট্রাকশনের কাজের জন্য ঘেরাও করা ছিল, সে জায়গাগুলো অনেক পরিষ্কার করা হয়েছে। আরও কিছু করা হবে। নিরাপত্তা ব্যবস্থাও সার্বিকভাবে নেওয়া হয়েছে। আমাদের জ্যেষ্ঠ কর্মকর্তারা, মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তারা, জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ ও পুলিশ হেডকোয়ার্টার থেকে আমরা সার্বিকভাবে পরিদর্শন করছি। যাতে আমাদের ঘরমুখো সাধারণ মানুষ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে এবারের ঈদযাত্রায় শামিল হতে পারে। নিরাপদে তারা স্বজনদের কাছে পৌঁছাতে পারে। আবার যাতে ভালোভাবে ফিরে আসতেও পারে। তিনি বলেন, এবারও আমরা বডি অন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা বিশেষ করে ড্রোনের ব্যবহার করছি। যানজট নিরসনে আমরা সর্বশক্তি দিয়ে মাঠে থাকব।

সড়ক ও জনপথের নির্মাণকাজে নিরাপত্তা চিহ্নিতকরণ না থাকা প্রসঙ্গে সমন্বয়হীনতা আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, আমাদের সমন্বয় আছে। সরকারি কর্মচারী আমরা। বিভিন্ন বিভাগে কাজ করি। সড়ক নিরাপত্তা ও মানুষের নিরাপত্তার জন্য কাজ করি। তবে দুর্ঘটনা যে কোনো মুহূর্তে হতে পারে। তার অনেকগুলো কারণও থাকে। সেক্ষেত্রে আমরা বলব, যিনি চালক, যার হাতে স্টিয়ারিং থাকে, রাস্তার পরিস্থিতিসহ অনেক কিছু মাথায় রেখেই আমাদের যান চলাচল করতে হবে। যে সড়কে নির্মাণকাজ চলছে, সেখানে কিছু প্রতিবন্ধকতা থাকবে। সেগুলো মাথায় রেখেই গাড়ি পরিচালনা করতে হবে।

প্রেস ব্রিফিংয়ে হাইওয়ে পুলিশ প্রধান আরও বলেন, অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সহযোগী হিসেবে কাজ করছে। এজন্য মোবাইল কোর্ট আছে। ভাড়া বেশি নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি মাহফুজুর রহমান, অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি, গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফি ও আশুলিয়া থানার ওসি এএফএম সায়েদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালবেলায় সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী রনি পেল হুইলচেয়ার

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার হতে হবে : আবু হানিফ

ক্রীড়াবিদ শওকত আলীর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

শাহরিয়ার কবির গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গ্রেপ্তার

রাসূল (স.) আদর্শ ধারণ করে নিজেকে গড়ে তুলতে হবে

ঝিনাইদহে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী সুজনের গ্রেপ্তারের খবরে বিএনপির আনন্দ মিছিল

মানিকগঞ্জে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

ভূমি উপদেষ্টার পরিদর্শন, হয়রানি ছাড়া নামজারি খতিয়ান পেয়ে উৎফুল্ল নাজিম  

১০

চট্টগ্রামে জশনে জুলুশে মানুষের ঢল  

১১

বন্যা পরবর্তী প্রাণী চিকিৎসায় বাকৃবি শিক্ষার্থীরা

১২

‘দুনিয়া ও আখিরাতে মুক্তির জন্য রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে’

১৩

নার্সের ভুলে ৩ দিনের শিশুর মৃত্যুর অভিযোগ

১৪

‘স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ’ করার প্রস্তুতি বিএনপির

১৫

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

১৬

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৭

সিরাজগঞ্জে কবরস্থানে মিলল অস্ত্র ও গুলি

১৮

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের নায়েবে আমিরের মতবিনিময়

১৯

২৮ থেকে ৪২তম বিসিএসের বঞ্চিত সেই ক্যাডাররা ফের বঞ্চনার শিকার

২০
X