এবারে ঈদকে ঘিরে কারিগরদের মেশিনের খটকট শব্দই বলে দিচ্ছে দর্জি পাড়ায় বেড়েছে ব্যস্ততা। চলছে বিভিন্ন ডিজাইনের কাপড়ের কাটাকাটি। মেশিনে রঙ বেরঙের ফোড় দিচ্ছে দর্জিরা। ঈদ যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ত হয়ে পড়ছে কারিগররা। তৈরি করছেন নতুন নতুন ডিজাইনের পোশাক।
তৈরি পোশাকের পাশাপাশি ঈদের কাপড় নিয়ে কার্পণ্য নেই ক্রেতাদের। নিজেদের পছন্দমতো ডিজাইনের পোশাক তৈরিতেই ভরসা অনেকের। আর তাই গজ কাপড় নিয়ে হাজির হচ্ছেন টেইলার্সের দোকানে। বানাচ্ছেন বিভিন্ন ডিজাইনের পোশাক।
ঈদের আছে মাত্র সপ্তাহ খানেক বাকি, আর তাই এই সময়ের মধ্যেই বানিয়ে নিতে হবে পছন্দের পোশাকটি।
উৎসবপ্রেমীরা বিভিন্ন ধরনের গজ কাপড় ও ননস্টিচ কাপড় নিয়ে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, থ্রি-পিস, টুপিস, গ্রাউন্ড, লেহাঙ্গাসহ বিভিন্ন ধরনের পোশাকের ফরমায়েশ দিচ্ছেন। আর সেসব পোশাক তৈরিতে সকাল থেকে রাত অব্দি ব্যস্ততা চলছে দর্জিবাড়িতে। কাপড়ের মাপযোগ নিতে, কাপড় কাটতে ও সেলাই করতে এমব্রয়ডারি এবং ট্রায়াল দিতে ব্যস্ত সময় পার করছেন দর্জি বাড়ির কারিগররা। পছন্দমতো পোশাক বানাতে পেরে খুশি কাস্টমাররাও।
গাইবান্ধার বিভিন্ন জায়গায় টেইলার্সের দোকান ঘুরে দেখা গেছে, কারিগররা অনেক রাত জেগে কাজ করছেন এবং নিচ্ছেন ঈদের শেষের দিকের অর্ডার।
এ বিষয়ে টেইলার্স মালিক শেখ রানা বলেন, অন্যান্য ঈদের তুলনায় এবার চাহিদা একটু বেশি থাকায়, দিন-রাত কাজ করছে টেইলার্স মাস্টার ও কারিগররা।
মন্তব্য করুন