ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৪, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগ, বঞ্চিত আগ্রহী প্রার্থীরা

জয়পুরহাটের কালাইয়ে পুনট ইউনিয়নে শিকটা এজিইউ দ্বি-মুখী দাখিল মাদ্রাসা। ছবি : কালবেলা
জয়পুরহাটের কালাইয়ে পুনট ইউনিয়নে শিকটা এজিইউ দ্বি-মুখী দাখিল মাদ্রাসা। ছবি : কালবেলা

জয়পুরহাটের কালাইয়ে পুনট ইউনিয়নে শিকটা এজিইউ দ্বি-মুখী দাখিল মাদ্রাসার ল্যাব সহকারী/গবেষণাগার সহকারী পদে লোকবল নিয়োগে গোপনে বিজ্ঞপ্তি প্রকাশের অভিযোগ উঠেছে। এতে সংশ্লিষ্ট পদে আবেদন করা থেকে বঞ্চিত হয়েছেন এলাকার আগ্রহী প্রার্থীরা। গত ১১ মার্চ এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তির পত্রিকা মাদ্রাসা এলাকায় না আসায় নিয়োগের বিষয়টি জানেন না কেউ। এমনকি মাদ্রাসার নোটিশ বোর্ডেও নেই নিয়োগ বিজ্ঞপ্তির খবর। এর মধ্যেই আবেদনের সময়সীমা শেষ হওয়ায় পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার দাবি জানিয়েছেন ওই এলাকার শিক্ষিত ও যোগ্য বেকার যুবকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার সভাপতির বউকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে গোপনে এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় শিক্ষিত যুবকদের অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ দৈনিক আন্ডারগ্রাউন্ড ও দৈনিক মুক্ত সকাল পত্রিকায় এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এতে ল্যাব সহকারী/গবেষণাগার সহকারী পদে একজনের আবেদন চাওয়া হয়।

বিজ্ঞপ্তি প্রকাশের পত্রিকাগুলো এ এলাকায় না চলায় লোকবল নিয়োগের খবর এলাকার কেউ জানতে পারেনি। স্থানীয় কারও চোখেও পড়েনি। এমনকি স্থানীয় কোনো পত্রিকায় প্রকাশ হয়নি এ নিয়োগ বিজ্ঞপ্তিটি। মাদ্রাসার নোটিশবোর্ডেও এ-সংক্রান্ত কোনো তথ্য নেই। এ ছাড়া মাদ্রাসার অধিকাংশ শিক্ষকরা নিয়োগ বিষয়ে কিছুই জানেন না।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত সব নিয়োগ গোপনে করেছেন সুপার আব্দুল কাইয়ুম। এসব নিয়োগ তার আত্মীয়স্বজন ও মনোনীত প্রার্থীকে দেওয়া হয়েছে। এমপিওভুক্ত এ মাদ্রাসায় নিয়োগ ও উন্নয়ন কর্মকাণ্ডের কোনো তথ্য অবগত নন এলাকাবাসী। সুপারের নিজের স্বার্থ হাসিলের জন্য এলাকাবাসীকে ফাঁকি দিয়ে চালাচ্ছেন মাদ্রাসার সার্বিক কর্মকাণ্ড। এ ছাড়া এলাকার সুধী সমাজের আপত্তি উপেক্ষা করে মাদ্রাসার লাখ লাখ টাকা সহজেই আত্মসাৎ করতে সুপারের পকেটের লোকজন দিয়ে বারবার ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে বলেও অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয়রা জানান, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় শিকটা এজিইউ আ. গফুর দ্বি-মুখী দাখিল মাদ্রাসা। গত ২৫ মার্চ মাদ্রাসায় সরেজমিনে গিয়ে দেখা যায়, নিয়োগ বিজ্ঞপ্তিটি নোটিশ বোর্ডে বা মাদ্রাসার আশপাশের কোনো বিলবোর্ডেও টাঙ্গানো ছিল না।

মাদ্রাসায় নিয়োগ পেতে আগ্রহী স্থানীয় প্রার্থীদের অনেকেই জানান, মাদ্রাসায় কখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় তা আমরা জানি না। যখন নিয়োগ চূড়ান্ত হয়ে লোকবল ওই মাদ্রাসায় যোগদান করেন আমরা তখন জানতে পারি, মাদ্রাসায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর আগেও যে চারজন কর্মচারী নিয়োগ হয়েছে তাও অতি গোপনে ম্যানেজিং কমিটির সভাপতি ও মাদ্রাসা সুপারের যোগসাজশে সম্পন্ন হয়েছে। তার পকেটের লোক ছাড়া এ বিষয়টি এলাকাবাসীও জানেন না। ইতোমধ্যেই মাদ্রাসার উন্নয়নের নামে লাখ লাখ টাকা সুপার আত্মসাৎ করেছেন। সুষ্ঠু তদন্ত করলেই থলের বিড়াল বের হয়ে আসবে বলেও মন্তব্য করেছেন অনেকেই।

অভিযোগ প্রসঙ্গে মাদ্রাসার সুপার মো. আব্দুল কাইয়ুম জানান, সমস্ত বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জাতীয় ও স্থানীয় একটি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কোন কোন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি কোনো পত্রিকার নাম মনে করে বলতে পারেননি।

মাদ্রাসার নোটিশবোর্ডে নিয়োগসংক্রান্ত কোনো তথ্য টানানো হয়েছিল কী- এ প্রশ্নে তিনি হ্যাঁ জবাব দিয়েছেন। তবে তিনি ম্যানেজিং কমিটির লোকজন এ বিষয়ে জানেন বলে তিনি জানিয়েছেন।

মাদ্রাসার সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য মো. মোর্শেদুল জানান, যথাযথ নিয়ম অনুসরণ করেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিজের বউকে ওই পদে নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তিটি গোপন করার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ আমার বউও আবেদন করেছে। করতে পারবে না এমনতো কোনো বাধ্যবাধকতা নাই। নিয়োগ পরীক্ষায় যে উত্তীর্ণ হবে সে-ই নিয়োগ পাবে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা কাজী মনোয়ারুল ইসলাম বলেন, ওই মাদ্রাসার নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে আমার কিছু জানা নেই। এ-সংক্রান্ত কোনো অভিযোগও পাইনি। আপনি সুপারের সঙ্গে কথা বলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধা লাঞ্ছিতে দুই সমর্থককে বহিষ্কার করল জামায়াত

আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি, আটক ৫

ডিএফপির নতুন মহাপরিচালক খালেদা বেগম

সোনারগাঁয়ে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, যুবক নিহত

নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে : হেলাল

স্ত্রী-ছেলের প্রতারণায় হাসপাতালে দিন কাটাচ্ছেন বৃদ্ধ ছলেমান

নির্মাতা শ্যাম বেনেগাল আর নেই

আওয়ামী স্বৈরাচারের নির্যাতন ভুলে যাওয়ার সুযোগ নেই : আমিনুল হক 

নাশকতার মামলা : মেজর হাফিজ ও আলতাফ চৌধুরীসহ খালাস ৮৪ জন

দেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ‍্যোগ জরুরি 

১০

ছাত্র আন্দোলনে হামলা : নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

১১

মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় ভাসানী পরিষদের প্রতিবাদ

১২

ব্যাটারি চুরি হওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালাগাল

১৩

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘সিভিল ইঞ্জিনিয়ারিং হারমোনি ডে ২০২৪’ উদযাপিত

১৪

ভারতের মহারাষ্ট্রে ৮ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

১৫

মুক্তিযোদ্ধাকে হেনস্তায় জামায়াতের নিন্দা; জড়িতদের বহিষ্কার ও গ্রেপ্তার দাবি

১৬

সরকারের টাইমফ্রেমে নির্বাচনের যৌক্তিক সময় দেখতে পাচ্ছি না : আমীর খসরু

১৭

ময়মনসিংহে সরকারি খামারে মিলল অস্ত্র ও মাদক

১৮

চাপে রয়েছেন নেতানিয়াহু

১৯

কথায় কথায় বিদেশিদের ডেকে আনতে হবে কেন, প্রশ্ন ফরহাদ মজহারের

২০
X