পিরোজপুরে পৃথক দুই মামলায় কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাপাতি ও চাইনিজ কুড়াল জব্দ করে। শুক্রবার (২৯ মার্চ) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ মুকিত হাসান খাঁন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার কিশোরদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি। কিশোর গ্যাংয়ের অন্য সদস্য ও তাদের পৃষ্ঠপোষকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার সময় শহরের কৃষ্ণচূড়ার মোড়ে কিশোর গ্যাংয়ের ২০/২৫ জনের একটি গ্রুপ অন্য একটি গ্রুপের এক কিশোরকে দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। খবর পেয়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত ১৫ জনকে আটক করে।
তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত কিশোরের মা মোসা. শিউলি বেগম বাদী হয়ে সদর থানায় একটি মামলা করলে তাদের দেখানো হয়।
অপরদিকে একই দিন দুপুরে দুই কিশোর-কিশোরী বলেশ্বর নদীর পাড়ে ঘুরতে যায়। সেখানে কিশোর গ্যাংয়ের সদস্যরা কিশোরীকে আটক করে টাকা ছিনিয়ে নিয়ে কিশোরকে অপহরণ করে পরিবারের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিলেও কিশোরকে ছেড়ে দেয়নি কিশোর গ্যাং।
এ ঘটনায় অপহৃত কিশোরের বাবা সদর থানায় মামলা করলে পুলিশ রাজারহাট এলাকার বলেশ্বর নদীর তীরের ওয়াপদার পাড়ে শামিম ভিলা থেকে উদ্ধার করে। এ ঘটনায় রাতুল ইসলাম তূর্য, দিব্য মৃধা, শান্ত দত্তকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন