কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০২:২৯ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মুসলিম স্থাপত্যের নিদর্শন ৫০০ বছরের পুরোনো কদম রসুল দরগাহ

৫০০ বছর আগের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে থাকা কদম রসুল দরগাহ। ছবি : কালবেলা
৫০০ বছর আগের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে থাকা কদম রসুল দরগাহ। ছবি : কালবেলা

মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন ৫০০ বছর আগের ইতিহাস নিয়ে দাঁড়িয়ে থাকা কদম রসুল দরগাহ। নামেই যার পরিচয় বহন করে। এক কথায় হজরত মুহম্মদ (সা.)-এর কদম (পা) কে বোঝানো হয়েছে। আর রাসুল (সা.) এর কদমের ছোঁয়া পড়েছে এমন একটি পাথর আছে বলেই এই দরগাহের এমন নামকরণ করা হয়েছে বলে কথিত আছে। এই দরগাহটি নারায়ণগঞ্জ জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান যা বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর কোলঘেঁষে অবস্থিত।

ধারণা করা হয়, দরগায় রক্ষিত পাথরের ফলকের ওপর দৃশ্যমান পদচিহ্নটি প্রকৃতপক্ষে রাসুল (সা.) এর পদচিহ্ন। পরে সেই পাথরটিকে মানুষের পায়ের পাতার আকৃতিতে কাটা হয়। পাথরের এই ফলকটি দরগাহের ভেতর অত্যন্ত যত্নের সঙ্গে সংরক্ষিত আছে। কদম রসুল এই পাথরের মাধ্যমে হজরত মুহাম্মদ (সা.) এর প্রতি শ্রদ্ধা জানাতে এখানে প্রতিদিন বহু ধর্মপ্রাণ মুসলমান দরগাহ জিয়ারত করতে আসেন। এই মাজার ও পাথর নিয়ে লোকমুখে বিভিন্ন ব্যাখ্যা ও গল্প প্রচলিত রয়েছে। কিন্তু এই পাথরের ছাপটি রসুলের পায়ের ছাপ দাবি করা হলেও ইসলাম ধর্মের মতে এর কোনো স্বীকৃতি পাওয়া যায়নি।

এই দরগাহের পশ্চিম দিকে যেখান দিয়ে মূল প্রবেশপথ সেখানে খুব সুন্দরভাবে কারুকাজ করে গড়ে তোলা হয়েছে একটি সুউচ্চ তোরণ। দূর থেকে যে কেউ ভাববে এই তোরণটিই দরগাহের মূল অংশ। আসলে এটি একটি প্রবেশ তোরণ বা মূল দরগাহের প্রবেশ দেয়ালমাত্র। এই সুউচ্চ জায়গাটির ঠিক মাঝামাঝি অবস্থিত একটি এক গম্বুজ বিশিষ্ট সাদা শ্বেত পাথরের মাজার। আর এই মাজারের ভেতরেই খুব যত্নের সঙ্গে সংরক্ষিত আছে সেই পাথরটি। আগের দিনের কাঠের যে খড়ম আছে সেই খড়মের মতোই দেখতে সেই পাথরটি। এখন থেকে প্রায় ৩০ থেকে ২৫ বছর আগে দর্শনার্থীরা এটি খুব সহজেই দেখতে পেত, এই পাথরে চুমু খেতে পারত। কিন্তু এখন আর আগের মতো এত সহজে পাথরটিকে দর্শনার্থী-ভক্তদের সামনে নিয়ে আসা হয় না। এটা এখন একটি কাচের বাক্সের ভেতর রাখা আছে এবং কিছু বিশেষ দিনেই এটা বাক্স থেকে বের করে দেখানো হয়। এই পাথরটি একটি গোলাপজল মিশ্রিত পানির মধ্যে চুবিয়ে সেই পানি ছোট একটি কাঁসের গ্লাসে করে ভক্তদের পান করতে দেওয়া হয়। এই মাজারের সঙ্গেই একটি কবরে মাঝখান দিয়ে বের হয়েছে একটি বিশাল কাঠ গোলাপের গাছ, যা এই মাজারটির মহিমা আরও বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় ৭০ বছর বয়সের বৃদ্ধ মোতালেব মিয়া জানান, তিনি তার বাবা ও দাদাসহ এলাকার অনেকের মুখেই শুনেছেন এক সাধক মক্কায় হজ করতে গেলে সেখানে তিনি এক উচ্চ মাপের এক সাধকের কাছ থেকে এই পাথরটি উপহার হিসেবে পান। আমৃত্যু এই পাথরটিকে তিনি তার বুকে আগলে রাখেন এবং এখানেই মারা যান। তাই রাসুলের (সা.) প্রতি সম্মান জানাতে এবং সাধকের এই ভালোবাসাকে কেন্দ্র করে এখানে এই মাজারটি গড়ে উঠে। তবে কদম রসুল দরগাহ বিষয়ে ইতিহাস ঘাঁটাঘাঁটি করলে জানা যায়, বিভিন্ন মুসলিম ইতিহাসে কথিত আছে, মেরাজের রাতে যখন মহানবী হজরত মুহাম্মদ (সা.) বোরাকে উঠছিলেন তখন বেশকিছু পাথরে নবীজির পায়ের ছাপ পড়ে।

এই ছাপ পড়া পাথরগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত পাথরটি রয়েছে জেরুজালেমে। ইস্তাম্বুল, কায়রো এবং দামেস্কতেও এর কিছু পাথর রয়েছে। আমাদের বাংলাদেশেও এমন আরও দুটি পাথর রয়েছে জানা যায়, যার একটি আছে চট্টগ্রামে আর অপরটি রয়েছে নবীগঞ্জ কদম রসুল দরগায়। ইতিহাসবিদদের মতে মাসুম খান কাবুলী নামে একজন আফগান সেনাপ্রধান যিনি খাঁর বন্ধু ছিলেন, তিনি ষোড়শ শতাব্দীর শেষের দিকে এই নিদর্শনটি একজন আরব সওদাগর-এর নিকট থেকে অর্থের বিনিময় ক্রয় করেন। তারও অনেক পরে সপ্তদশ শতাব্দীর শেষদিকে গোলাম নবী নামে ঢাকার একজন জমিদার নবীগঞ্জের একটি উঁচু স্থানে একটি এক গম্বুজ বিশিষ্ট দরগাহ নির্মাণ করে সেখানে পবিত্র পাথরটি স্থাপন করেন এবং গোলাম নবীর ছেলে গোলাম মুহাম্মদ কদম রসুল দরগার প্রধান ফটকটি নির্মাণ করেন।আরোও জানা যায়, কদম রসুল দরগাহ শরীফ ৫ শত বছরের পুরনো আধ্যাত্মিক অলৌকিক ঘটনার এক প্রাণকেন্দ্র। কদম রসুল দরগাহ শরীফটি গায়েবি উঠেছিল বলে জনশ্রুতি রয়েছে। কদম রসুলের সাবেক নাম ছিল মজমপুর গ্রাম। এই এলাকার লোকজনের মতে এটি আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে এক রাতে মাটির নিচ থেকে উঠেছিল বলেই মনে করেন।

কদমরসুল এলাকাটি মধ্য বাংলাদেশের প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জের একটি পুরনো উপশহর। বন্দরের কদমরসুল পৌরসভা ১৯৯৩ সালে গঠিত হয়। পরে ২০১১ সালে নারায়ণগঞ্জ পৌরসভা, সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও কদমরসুল পৌরসভাকে বিলুপ্ত করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠিত হলে এ অঞ্চল নারায়ণগঞ্জ মহানগরীর অন্তর্ভুক্ত হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯-২৭নং ওয়ার্ড কদম রসুল এলাকায় অবস্থিত। কদম রসুল দরগাহর জন্য বন্দরের এ অঞ্চলটি বিখ্যাত।

কথিত আছে এই স্থানটি দর্শন করেন সুবাদার ইসলাম খান, মুঘল সম্রাট শাহজাহানসহ আরও অনেক আমির-ওমরা। সুলতান শুজা এই দরগার জন্য ৮০ বিঘা জমি দান করেন। পরে ঈসা খাঁর প্রপুত্র দেওয়ান মনোয়ার খান এখানে একটি ইমারত তৈরি করেন। কিন্তু সেই ইমারতও কালের গর্ভে বিলীন হয়ে যায়। বন্দরের নবীগঞ্জ এলাকাতে এই কদম রসুল দরগাহটি বিশাল জায়গা নিয়ে প্রায় ৬০ ফুট উঁচু মাটির টিলায় এটির অবস্থান। প্রিয় নবী হজরত মুহাম্মদের (সা.) এর কদম মোবারক (পদচিহ্ন) সংবলিত এই কালো পাথরকে কেন্দ্র করে গড়ে উঠেছে ইতিহাস খ্যাত এ দরগাহ শরিফ কদম রসুল দরগাহ। যেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে ধর্মপ্রাণ মুসলিমগণ এখানে আসে নবীজীকে (সা.) সম্মান প্রদর্শন করার জন্য। ১২ রবিউল আউয়াল উপলক্ষে এই কদম রসুল দরগাহকে কেন্দ্র করে ধর্মীয় আচারসহ বিরাট মেলার আয়োজন করা হয়। তা ছাড়া শবেবরাত, শবেকদর ও শবেমেরাজ, ঈদুল আজহা, ঈদুল ফিতরসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আলোকসজ্জাসহ নানা রঙে রঙিন হয়ে উঠে এই দরগাহের ভবনসহ আশপাশের এলাকা। এই দরগাহের ভেতর ও বাইরে আরও একাধিক কবর ও মাজার রচিত হয়ে এই ধর্মীয় আবেগের স্থানটিকে যেন আরো বৈচিত্র্য করে তুলেছে, পাশাপাশি বন্দর তথা নারায়ণগঞ্জ জেলাকে ইতিহাসের পাতায় করেছে সমৃদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের মন্তব্যে এবার মুখ খুললেন মোদি

হাওরের গাছে ঝুলছিল সবজি বিক্রেতার লাশ 

‘আমার সব শেষ হয়ে গেল’

আট সন্তান থাকতেও ৯০ বছরের বৃদ্ধার জায়গা খোলা আকাশের নিচে

চুরি করতে গিয়ে পোশাক ও ছবি ফেলে গেল চোর

মা-বাবা, দুই বোনের পর চলে গেলেন প্রেমাও

ট্রাম্পের শুল্কারোপ / শত বছরের বিশ্ব বাণিজ্যে সবচেয়ে বড় পরিবর্তন

ড. ইউনূসের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক 

কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

বাংলাদেশে ইসলামি চরমপন্থা নিয়ে প্রেস সচিবের পোস্ট

১০

আগে ছিলেন আ.লীগ নেতা, বিএনপিতে পেলেন সদস্যসচিবের পদ

১১

জনবসতিহীন পেঙ্গুইন দ্বীপে ট্রাম্পের শুল্কারোপ

১২

মোদিকে ছবি উপহার দিলেন ড. ইউনূস

১৩

থাই প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক

১৪

হাসিনার প্রত্যর্পণসহ যেসব বিষয় আলোচনা হলো ড. ইউনূস-মোদির

১৫

আসিয়ান সদস্যপদের জন্য থাই বিশিষ্টজনদের সমর্থন চাইলেন ড. ইউনূস

১৬

দুদিনেও জ্ঞান ফেরেনি প্রেমার, স্কয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে আরাধ্যকে

১৭

রাত থেকে বন্ধ অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি

১৮

মাদারীপুরে ভয়াবহ আগুনে পুড়ল ২৫ দোকান

১৯

চিকেন’স নেক নিয়ে দুশ্চিন্তায় ভারত, ভারী অস্ত্র মোতায়েন

২০
X