নরসিংদীতে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মার্চ) রাত ৯টায় পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের চরনগরদী গ্রামের নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত দেলোয়ারা বেগম উপজেলার জিনারদী ইউনিয়নের চরনগরদী গ্রামের মালেক দেওয়ানের স্ত্রী। তার তিন ছেলের মধ্যে দুজন প্রবাসী। ছোট ছেলেকে নিয়ে তিনি বাড়িতে থাকতেন।
পলাশ থানার ওসি মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। এ ঘটনায় মামলা হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিহতের ছেলে নাদিম মিয়া বলেন, ঘটনার সময় আমি বোনের শ্বশুরবাড়িতে ছিলাম। ইফতারের সময় থেকেই মায়ের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করছিলাম। কিন্তু মা ফোন ধরছিল না।
তিনি বলেন, এ সময় এক প্রতিবেশী বাড়িতে এসে সারাশব্দ না পেয়ে ঘরে প্রবেশ করে। তখন গলাকাটা মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ এবং পিআইবি ঘটনাস্থল পরিদর্শন করে।
মন্তব্য করুন