শিশির খাঁন, সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৪, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

ফরিদপুরে টোকেন দিয়ে স্বাধীনতা দিবসের নামে চাঁদাবাজি

চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নামে চাঁদা আদায়ের কুপন। ছবি : কালবেলা
চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নামে চাঁদা আদায়ের কুপন। ছবি : কালবেলা

ফরিদপুরের চরভদ্রাসনে স্বাধীনতা দিবস পালনের নামে কুপন দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফয়সল বিন করিমের উপপ্রশাসনিক কর্মকর্তা (সিএ) নিতাই কুমার সাহা ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক সুজন পালের বিরুদ্ধে।

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, ইউএনও কার্যালয়ের সিএ সুজন পাল ও নিতাই কুমার সাহা ব্যবসায়ীদের দেওয়া কুপন দিয়ে টাকার বিভিন্ন অঙ্ক উল্লেখ করে ‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন হিসেবে অনুদান’ লেখা সিল দিচ্ছেন। গোল সিলে লেখা, ‘উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, চরভদ্রাসন।’

ব্যবসায়ীদের অভিযোগ, তাদের কুপন অনুযায়ী যদি চাঁদা না দেওয়া হয় তাহলে পরবর্তীতে ইউএনও ও এসিল্যান্ডকে দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হবে- বলে তাদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করা হয়েছে।

১৮ ও ১৯ মার্চ বিভিন্ন ব্যবসায়ীদের কাছে দেওয়া এ-জাতীয় কয়েকটি কুপন এসেছে কালবেলা প্রতিনিধির হাতে। টোকেনগুলোতে বিভিন্ন অঙ্কের চাঁদা দাবি করা হয়েছে।

ইউএনও কার্যালয় থেকে এ জাতীয় কতটি কুপন ব্যবসায়ীদের দেওয়া হয়েছে, সে সংখ্যা জানা যায়নি। তবে কুপন হাতে পেয়ে তাৎক্ষণিকভাবে টাকা পরিশোধ করেছেন, এমন কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা হয়েছে কালবেলা প্রতিবেদকের।

নাম প্রকাশ না করার শর্তে এক ফার্নিচার ব্যবসায়ী বলেন, ইউএনও কার্যালয়ের ওই দুই সিএ কুপন দেওয়ার পর তার কাছ থেকে ৪ হাজার টাকা চাঁদা আদায় করেছেন ইউএনও কার্যালয়ের সিএ সুজন পাল।

এক কাঠ ব্যবসায়ী বলেন, আমার দোকানে এসে সুজন পাল ৩ হাজার টাকার চাঁদার রশিদ দিয়ে চাঁদা আদায় করেছে। যদি চাঁদা না দেওয়া হয় তাহলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হবে বলে হুমকি প্রদান করা হয়।

একজন সিমেন্ট ব্যবসায়ী বলেন, আমাদের বাজারের চারজন সিমেন্ট ডিলারের কাছ থেকে ২৫ হাজার টাকা নেওয়া হয়েছে। বাধ্য হয়েই আমারা তাদের এই চাঁদা দিয়ে থাকি।

২৬ মার্চ উপলক্ষে কুপন দিয়ে টাকা তোলার কথা অস্বীকার করে ইউএনওর উপপ্রশাসনিক কর্মকর্তা (সিএ) সুজন পাল কালবেলাকে বলেন, এই চাঁদা তোলার বিষয়ে আমি কিছুই জানি না, আপনারা কোনো অভিযোগ পেলে আমার স্যার আছেন (ইউএনও) অফিসে এসে তার সঙ্গে কথা বলুন। চাকরি করতে গেলে এমন অনেক মানুষ অনেক কিছুই বলে থাকে।

ইউএনওর অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক নিতাই কুমার সাহা কালবেলাকে বলেন, আমি অফিসের টাকা পয়সার বিষয়ে কিছুই জানি না, এই বিষয়ে সিএ সুজন দাদার সঙ্গে কথা বলুন।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফয়সল বিন করিমের সঙ্গে এ বিষয়ে কালবেলা প্রতিবেদকের কথা হলে তিনি জানান, তিনি এখানে নতুন জয়েন্ট করেছেন, অফিস থেকে কুপনের মাধ্যমে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য টাকা নেওয়া হচ্ছে এই বিষয়ে তিনি কিছুই জানেন না।

তিনি আরও বলেন, টাকা তোলার বিষয়ে তিনি সিএকে এমন পরামর্শ দেয়নি। এ বিষয় ইতোমধ্যে তার ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন দিনের ব্যবধানে বেড়েছে পেঁয়াজের দাম

ঢাকায় বৈঠকের পর পাকিস্তানের প্রতিক্রিয়া

হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ

সৌদিতে ৫ শতাধিক মিসরীয় হজযাত্রী আটক

পাকিস্তানে ইসরায়েলবিরোধী ক্ষোভ গিয়ে পড়ল কেএফসিতে

হাতকড়াসহ পালানো সাজাপ্রাপ্ত সেই আসামি গ্রেপ্তার

স্টামফোর্ড ইউনিভার্সিটির অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট-২০২৫ অনুষ্ঠিত

রাজশাহী থেকে অপহৃত মাদ্রাসাশিক্ষক উদ্ধার, গ্রেপ্তার ৪

বিএনপি নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে

নিষিদ্ধ সময়ে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে জাটকা

১০

পিলখানায় হত্যাকাণ্ডের তথ্য চেয়ে তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি

১১

বদলির আদেশের পরও স্বপদে বহাল ইউএনও তনু

১২

হজের আগে সৌদিতে কঠোর অভিযান

১৩

হাসপাতাল থেকে পালানো জলদস্যু রফিক গ্রেপ্তার

১৪

ট্রান্সশিপমেন্ট বাতিলের বিষয় স্পষ্ট করল ভারত

১৫

নির্বাচন নিয়ে আলোচনা / মির্জা ফখরুলের সঙ্গে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের বৈঠক

১৬

ইউক্রেনেকে জার্মানির ক্ষেপণাস্ত্র সহায়তা নিয়ে রাশিয়ার কড়া বার্তা

১৭

‘বিএনপিকে পাশ কাটাতেই নির্বাচন বিলম্ব করছে সরকার’ 

১৮

ঢাকাসহ দেশের ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা 

১৯

কুড়িগ্রামে কাফনের কাপড় বেঁধে কারিগরি শিক্ষার্থীদের মিছিল 

২০
X