ভারত সরকারের অনির্দিষ্টকালের জন্য রপ্তানি বন্ধ ঘোষণায় দিনাজপুরের হিলিতে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। এতে বিপাকে পড়েছেন ক্রেতা সাধারণ।
মঙ্গলবার (২৬ মার্চ) সরেজমিনে হিলি বাজার ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকানেই দেশি পর্যাপ্ত সরবরাহ রয়েছে। আগে প্রতি কেজি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা বিক্রি হলেও আজ তা প্রকারভেদে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা দরে।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রানা হোসেন বলেন, দুদিন আগে পেঁয়াজ কম দামে কিনেছিলাম, আজ কেজিপ্রতি ১০ টাকা বাড়তি। দাম বাড়তির কারণে কম করে পেঁয়াজ কিনেছি।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা তাহের উদ্দিন বলেন, ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করার খবরে দেশি পেঁয়াজের দাম বাড়তির দিকে। আগে কম দামে পেঁয়াজ কিনে কম দামে বিক্রি করছিলাম। এখন মোকামে পেঁয়াজের দাম বেশি, যার কারণে বেশি দামে কিনে বেশি দামেই বিক্রি করছি।
মন্তব্য করুন