পঞ্চগড়র তেঁতুলিয়া উপজেলায় পাথরের কাজে নিয়জিত খালি ট্রলি থেকে পড়ে প্রাণ গেল শুভ (১৪) নামের এক কিশােরের।
সোমবার (২৫ মার্চ) দুপুরে জেলার তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউপির দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজয় কুমার ও বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন। নিহত কিশাের ওই ইউনিয়নের পাঠানপাড়া এলাকার পাথর শ্রমিক আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয়রা জানান, শুভসহ তার বন্ধুরা দুপুরে মহানদা নদীতে যাওয়ার পথে একটি খালি ট্রলিতে উঠে। চলতে চলতে ট্রলি থেকে মাটিতে পড়ে যায় সে। সেখান থেকে শাহাজান নামের এক স্থানীয় যুবক তাকে উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতাল নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘােষণা করেন।
শাহজাহান জানান, ট্রলি থেকে মাটিতে পড়ে সে অজ্ঞান হয়ে যায়। সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত থাকা চিকিৎসক তাকে মৃত ষোষণা করেন।
মন্তব্য করুন