যশোরের শার্শায় মাদকাসক্ত ছেলের ইটের আঘাতের ৯ দিন পর তার বাবা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (২৪ মার্চ) রাতে উপজেলার কাজিরবেড় গ্রাম থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পরে তা ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সোমবার (২৫ মার্চ) স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়।
নিহত মহিউদ্দিন (৬২) শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের মৃত দুর্লভ সরদারের ছেলে। তিনি নাভারণ বালিকা বিদ্যালয়ের সামনে ভাজামুড়ি বিক্রি করতেন।
মহিউদ্দিনের ছেলে জাহিদ হাসান বলেন, গত ১৭ মার্চ আমার বাবার কাছে ছোট ভাই জনি নেশা করার জন্য টাকা চায়। কিন্তু তিনি টাকা না দিলে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জনি ইট দিয়ে বাবার মাথায় আঘাত করে। গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহ চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসলে রোববার তার অবস্থার অবনতি হয় এবং তিনি মারা যান।
এ ব্যাপারে শার্শা থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় মাদকাসক্ত জনিকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন