মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০৫:৫০ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ছাঁটাইয়ের প্রতিবাদে মোংলা ইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর

বাগেরহাটের মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ (ইপিজেড) এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর। ছবি : কালবেলা
বাগেরহাটের মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ (ইপিজেড) এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর। ছবি : কালবেলা

বাগেরহাটের মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ (ইপিজেড) এলাকায় একটি কারখানা পুলিশ ও ইপিজেডের নিরাপত্তাকর্মীদের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকালে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে।

বিক্ষোভকারী শ্রমিকদের অভিযোগ, ভিআইপি নামক একটি প্রতিষ্ঠান হঠাৎ ১৭০০ শ্রমিককে ছাঁটাই করে। শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ না করে কারখানায় মধ্যে ছাঁটাইকৃত শ্রমিকদের কাছ থেকে জোর করে স্বাক্ষর নেওয়া হয়।

পরে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে এসে ইপিজেডের মূল ফটকের সামনে বিক্ষোভ শুরু করে । এতে কতর্বরত আনসার সদস্যরা বাধা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। বেলা সাড়ে ১১টার দিকে বেপজার নিরাপত্তাকর্মী ও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ শুরু হয়। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

এ সময় বেশ কয়েকজন শ্রমিক ও পুলিশ আহত হন। বিকাল ৩টার পর শ্রমিকরা ইপিজেড এলাকা ত্যাগ করে চলে যান।

মোংলা ইপিজেডে সবচেয়ে বড় প্রতিষ্ঠান ভিআইপি ইন্ডাস্ট্রিজ। প্রায় ৮ হাজারের অধিক শ্রমিক এসব কারখানায় কর্মরত ছিল। করোনাকালীন সময় কিছু শ্রমিক ছাঁটাই করা হয়। পরে বিশ্ব অর্থনীতি মন্দা ডলার সংকটসহ নানা কারণ দেখিয়ে প্রতিষ্ঠানটি বিভিন্ন সময় শ্রমিক ছাঁটাই করে।

বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে উল্লেখ করে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান বলেন, মোংলা ইপিজেডের ভিআইপি নামের কারখানার শ্রমিকদের ছাঁটাই কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। তবে নিয়মের মধ্যে থেকেই কারখানা কর্তৃপক্ষ কর্মী ছাঁটাই করছে বলে জানিয়েছে। তবে শ্রমিকদের দাবি, যথাযথ পাওনা তারা বুঝে পাননি। এটা নিয়েই অসন্তোষ সৃষ্টি হয়েছে।

মোংলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহিম তুষার ও মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুস্থ থাকতে ভাত নাকি রুটি, কী বলছেন চিকিৎসক

লিটনের শরীরে ৫ শতাধিক বুলেট

সপ্তম রাউন্ডে জমে উঠেছে প্রিমিয়ার লিগের লড়াই

পাচারের টাকায় আমিরাতে মিনি সিটি নিয়ে আসিফের স্ট্যাটাস

শেরপুরে ভয়াবহ বন্যায় লাখো মানুষ পানিবন্দি, মৃত্যু ৫

তিন বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস গবেষকের

সুযোগ হাতছাড়া হওয়ার আক্ষেপ জ্যোতির

১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ভারতীয় দলে আচমকা পরিবর্তন

ময়মনসিংহ মেডিকেল কলেজের ২৮ শিক্ষার্থী বহিষ্কার

১০

৮ বিভাগেই বৃষ্টির পূর্বাভাস

১১

৬ অক্টোবর : নামাজের সময়সূচি

১২

কুমির ভেবে ঘড়িয়াল বেঁধে রাখলেন স্থানীয়রা

১৩

ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

১৪

টাঙ্গাইলে কুকুরের কামড়ে শিশুসহ আহত ২১

১৫

রোববার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

১৬

বন্যা মোকাবিলা ও পুনর্বাসনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৈঠক

১৭

খুবিতে তৃতীয় নৈয়ায়িক ন্যাশনালসে চ্যাম্পিয়ন চবি

১৮

গণহত্যায় জড়িতদের বিচার দাবি সমমনা জোটের

১৯

সিলেট কারাগারেই চিকিৎসা চলছে সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানের

২০
X