ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কাঁঠালিয়া-ভান্ডারিয়া সড়ক সংলগ্ন বীনাপানি বাজার থেকে ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার (২৪ মার্চ) রাতে কাঠালিয়া থানার এসআই কে এম রিয়াজ রহমানসহ একটি টহলদল এ অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন,মো. জসিম হাওলাদার (৩৮) কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কৈখালী গ্রামের রত্তন হাওলাদারের ছেলে, মো. মশিউর রহমান জিমি (৩৯) বরগুনা জেলার বামনা উপজেলার কলাগাছিয়া গ্রামের এম এ মতিনের ছেলে, জিসান মাহমুদ (২৪) একই উপজেলার কলাগাছিয়া গ্রামের মৃত মর্তুজার ছেলে।
কাঠালিয়া থানা ওসি মো. নাসির উদ্দিন সরকার জানান, জসিম হাওলাদার দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। পুলিশ ইতোপূর্বে তাকে গ্রেপ্তার করার জন্য অনেক বার অভিযান পরিচালনা করেন। রোববার রাতে বীনাপানি বাজারে বসে বামনা উপজেলার মো. মশিউর রহমান জিমি ও জিসান মাহমুদের কাছে ইয়াবা বিক্রির সময় তাদেরকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ঝালকাঠি জেল হাজতে পাঠানো করা হয়েছে।
মন্তব্য করুন