কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ১০:০৭ এএম
অনলাইন সংস্করণ

ঘুষ নয়, কক্সবাজারে মেধার ভিত্তিতে পুলিশে নিয়োগ

কনস্টেবল পদে চাকরি পাওয়া প্রার্থীদের সঙ্গে কক্সবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি : কালবেলা
কনস্টেবল পদে চাকরি পাওয়া প্রার্থীদের সঙ্গে কক্সবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি : কালবেলা

ঘুষ বা অর্থ, এমনকি কোনো সুপারিশ-তদবির ছাড়াই কক্সবাজারে পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৫৮ জন। এদের মধ্যে ৫২ জন পুরুষ ও ৬ জন নারী।

শনিবার (২৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার জেলা পুলিশ লাইনে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম। এ সময় চূড়ান্তভাবে উত্তীর্ণদের দেশপ্রেম, সততা, পেশাদারত্ব ও সেবার মনোভাব নিয়ে পুলিশ বিভাগে চাকরি করার আহ্বান জানান তিনি।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সেবার ব্রতে চাকরি’ এ স্লোগানে ২৩ মার্চ কক্সবাজার জেলায় শূন্য পদের বিপরীতে শতভাগ মেধা, যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তাদের দেওয়া তথ্য মতে, কক্সবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবলের ৫৮টি শূন্য পদের বিপরীতে ২৫৪৩ জন শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেলেও তাদের মধ্যে ১৯৬৯ জন অংশ নিয়ে ফিজিক্যাল এনডিউরেন্স টেস্টে (পিইটি) অংশ নেন। সেখান থেকে ৪৯৮ জন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় ১২০ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। সর্বশেষ শনিবার (২৩ মার্চ) চূড়ান্তভাবে ৫২ জন পুরুষ এবং ৬ জন নারীকে চূড়ান্তভাবে নিয়োগ দেন কক্সবাজার জেলা টিআরসি নিয়োগ বোর্ড।

বোর্ডে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আবদুল করিম, রাঙ্গামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ ও কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রফিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় চূড়ান্তভাবে উত্তীর্ণরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি এর চেয়ে আনন্দ আর কি হতে পারে। আমরা এতটাই খুশি যে ভাষায় প্রকাশ করা সম্ভব না। অথচ আবেদনের শুরুতে আমরা শোনতে পেয়েছিলাম ঘুষ আর তদবির ছাড়া পুলিশের চাকরি হয় না। কিন্তু এটি ভুল প্রমাণ করলেন কক্সবাজার জেলা পুলিশ। এ জন্য কক্সবাজার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

কক্সবাজার জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বলেন, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে আমরা ৫৮ জনকে পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে। নতুন চাকরি পাওয়া পুলিশ সদস্যের কেউই আগে বিশ্বাস করতে পারেননি টাকা ছাড়াও পুলিশ চাকরি হয়। এখন তাদের সেই ভুল ভেঙেছে।

তিনি বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় ও দুর্নীতিমুক্ত নিয়োগ ছিল আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জের ব্যাপার। আমরা সেটি করে দেখিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

৩০ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

চট্টগ্রামে জুস কারখানায় আগুন

গুম কমিশনে অভিযোগ করলেন ব্যারিস্টার আরমান

জাগপার নতুন সভাপতি লুৎফর, সম্পাদক রিয়াজ

সংস্কার খুব ধীরগতিতে চলছে : লায়ন ফারুক

নোয়াখালীতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬

মাওলানা আব্দুল আলিমের মৃত্যুতে বাংলাদেশ ইমাম সমিতির শোক

৩৫ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ছাত্রশিবির

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার

১০

রেমিট্যান্স পাঠানোর শীর্ষে বাংলাদেশের অবস্থান প্রথম

১১

লোকজ সুরের মূর্ছনায় উদীচীর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১২

হাটহাজারীতে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে হেফজখানা ও অনাথ আশ্রমে মধ্যাহ্নভোজ

১৩

বার্লিনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৪

ঢাবির দেয়াল লিখন ও গ্রাফিতি পরিদর্শন করলেন ফলকার টুর্ক

১৫

বাকৃবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

১৬

হবিগঞ্জে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষে আহত ১২

১৭

ময়মনসিংহে প্রতিপক্ষের হামলায় কিশোর নিহত

১৮

আ.লীগ ভেবেছিল ক্ষমতা চিরস্থায়ী : আনু মুহাম্মদ 

১৯

উন্নত-শান্তিময় বাংলাদেশ গড়তে লড়াই করে যাব : শিমুল বিশ্বাস 

২০
X