রাঙামাটিতে স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে অপহৃত স্কুলছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৩ মার্চ) রাতে জেলার রাজস্থলী উপজেলার ইসলামপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধারের পর অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চার যুবক হলেন- রাজস্থলী থানার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইসলামপুর এলাকার মো. জীবন, মো. ইসমাঈল হোসেন ও সালমান গাজী ও সাতক্ষীরার সদর থানার মাগুরা এলাকার মো. সাইফুল ইসলাম জনি।
রাজস্থলী থানার ওসি ইকবাল হোসেন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি ইকবাল হোসেন বলেন, রাজস্থলী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে চার যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তারের পর রোববার (২৪ মার্চ) সকালে আসামিদের রাঙামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, ওই ছাত্রীকে মো. জীবন নামের এক যুবক প্রেমের প্রস্তাব দেয় এবং প্রায় উত্ত্যক্ত করত। ছাত্রী এ বিষয়টি তার পরিবারকে জানায়। পরিবারের সদস্যরা ওই যুবককে সতর্ক করে। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীকে উল্টো হুমকি দিতে থাকে ওই যুবক।
পরে শনিবার বিকেল ৩টায় স্কুলছাত্রী বাড়ি থেকে বের হলে তাকে অপহরণ করে। খোঁজাখুঁজির একপর্যায়ে রাত পৌনে ১০টায় এলাকাবাসী স্কুলের পেছন থেকে মেয়েটিকে উদ্ধার করে।
এরপর পুলিশ এসে সেখানে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত চার যুবককে গ্রেপ্তার করে।
মন্তব্য করুন