ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ‘বিটিসিএল, পোস্ট, সাবমেরিন এবং টেলিটকসহ সরকারের যত কোম্পানি আছে সবটিকে জনগণের সেবায় স্মার্ট সার্ভিসে রূপ দেওয়া হবে। পাশাপাশি এসব কোম্পানিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করা হবে।’
শনিবার (২৩ মার্চ) দুপুর ১২টায় কুয়াকাটা টেলিফোন এক্সচেঞ্জ ও সাব-পোস্ট অফিসের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী পলক বলেন, ‘কুয়াকাটার সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের সক্ষমতা অনেক বেশি। আমাদের ক্যাপাসিটি এখন সাত হাজার ২০০ জিপিবিএস। জনগণের চাহিদার থেকেও বেশি সক্ষমতা রয়েছে। আমরা ইন্টারনেটের দামটা কমিয়ে দিতে পেরেছি। ১৯৯২ সালে সাবমেরিন কেবল বিনামূল্যে পেয়েও জ্ঞান স্বল্পতার কারণে এ সুযোগ হাতছাড়া করেছিল খালেদা জিয়া সরকার।’
এর আগে সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন প্রতিমন্ত্রী।
মন্তব্য করুন