বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনা ও বিজিপিসহ আরও ১৭৭ জনকে দ্রুত তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
শুক্রবার (২২ মার্চ) বিকেলে খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরে বিজিবি আইসিপি ভবন, মৈত্রী সেতু ও বিজিবির ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
বিজিবি মহাপরিচালক বলেন, রামগড় ও সাব্রুম আইসিপি উদ্বোধন হয়েছে এটি চালু হলে বাংলাদেশ ভারত দুই দেশের অর্থনীতিতে আরও গতিশীলতা আসবে। আইসিপিকে কেন্দ্র করে এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রয়োজনে তা আরও বাড়ানো হবে।
তিনি বলেন, রামগড়-সাব্রুম স্থলবন্দর ঘিরে জাপানসহ বিভিন্ন দেশ বিনিয়োগ করছে। চট্টগ্রাম বন্দর থেকে রামগড় বন্দরের দূরত্ব দেশের অন্যান্য বন্দর থেকে কম, তাই এটি চালু হলে দেশের এ অঞ্চলের অর্থনীতি আরও জোরদার হবে।
এ সময় বিজিবি চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়ন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজেদুর রহমান, বিজিবি সদর দপ্তর ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার হোসেন, গুইমারা বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান, খাগড়াছড়ি ডিজিএফআইয়ের ডেট কমান্ডার কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ আরিফ, ৪৩ বিজিবি রামগড় জোন অধিনায়ক লে. ক. সৈয়দ ইমাম হোসেনসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন