গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৭:১০ পিএম
অনলাইন সংস্করণ

ফসলি জমি নষ্ট করে পুকুর খননের অভিযোগ

গুরুদাসপুরে ফসল নষ্ট করে পুকুর খননের প্রস্তুতির অভিযোগে মানববন্ধন। ছবি : কালবেলা
গুরুদাসপুরে ফসল নষ্ট করে পুকুর খননের প্রস্তুতির অভিযোগে মানববন্ধন। ছবি : কালবেলা

নাটোরের গুরুদাসপুরে ২০ বিঘা ক্ষেতের ফসল নষ্ট করে পুকুর খননের প্রস্তুতির পাঁয়তারার অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালীদের বিরুদ্ধে।

শুক্রবার (২২মার্চ) সকাল এর প্রতিবাদে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের কুমারখালী মৌজায় কুমারখালী উত্তরপাড়া মাঠে মানববন্ধন করে গ্রামবাসী। এতে এলাকার কৃষকসহ কয়েকশ নারী-পুরুষ অংশ নেয়।

পুকুর খননের উদ্দেশ্যে শষ্য ক্ষেতে সপ্তাহখানেক ধরে সেচ সুবিধা বন্ধ করে রেখেছিলেন প্রভাবশালীরা। তবে স্থানীয় কয়েকশ কৃষকের প্রতিবাদের মুখে তিন ফসলি এসব জমিতে পুকুর খননের প্রস্তুতি ভুণ্ডল করে দিয়েছেন ইউএনও মোছা. সালমা আক্তার।

শুক্রবার বেলা ১১টার দিকে তিনি সরেজমিনে ফসলের ক্ষেত পরিদর্শন করতে গিয়ে বোরো ধান, ভুট্টা, ধনিয়া এবং রসুনের জমিতে সেচ সচল করেন। তাৎক্ষণিক পাশের বরেন্দ্রের স্কিম থেকে ফেটে চৌচির হওয়া বোরো ক্ষেতে পানি দেওয়া হয়। এতে প্রাণ ফিরে পায় ধান গাছগুলো।

এর আগে পুকুর খনন না করার দাবিতে শুক্রবার বেলা ১১টার দিকে ফসলি জমির ভেতর দাঁড়িয়ে মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন স্থানীয় কয়েকশ কৃষক। কুমারখালী মাঠে জমি থাকা জমসেদ আলী, মুঞ্জুর আলম, সোলায়মান আলী, শাজাহান আলী, আব্দুল কাদেরসহ অন্তত ২০ জন কৃষক বলেন, গ্রামের মৃত সদর উদ্দিন মণ্ডলের দুই প্রভাবশালী ছেলে আব্দুল হাকিম ও আব্দুল মমিন নিজেদের দশ বিঘাসহ পাশের আরও দশ বিঘা জমিতে পুকুর খননের প্রস্তুতি নিচ্ছিলেন। এ কারণে প্রায় এক সপ্তাহ ধরে বোরো ধান, রসুন এবং ভুট্টা ক্ষেতে সেচ বন্ধ ছিল।

কুমারখালী উত্তরপাড়া বিলে অন্তত ২ হাজার বিঘা ফসলি জমি রয়েছে। সেসব জমিতে ধান, পাট, ভুট্টা, রসুন, ধনিয়াসহ সব ধরনের শষ্য চাষাবাদ করা হয়। প্রভাবশালীরা বিলের মুখে ২০ বিঘা জমিতে পুকুর খনন করলে আশপাশের অন্তত ৫০ বিঘা জমিতে জলবদ্ধতা সৃষ্টি হবে। দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়বে কৃষক। জলাবদ্ধতার পাশাপাশি কৃষকদের মাঠে চলাচলের পথ বন্ধ হয়ে যাবে। সার-বীজ বা চাষের জন্য ভোগান্তিতে পড়তে হবে কৃষকদের। তাই তারা তিন ফসলি এসব জমিতে পুকুর খনন চান না।

পুকুর খননের প্রস্তুতি নেওয়া আব্দুল হাকিম ও আব্দুল মমিন বলেন, নিজেদের লিজ দেওয়া দশ বিঘা জমিসহ পাশের আরও দশ বিঘা জমিতে তারা পুকুর খননের প্রস্তুতি নিচ্ছিলেন। এ কারণে ফসলের ক্ষেতে সেচ কাজ বন্ধ করা হয়েছিল।

ইউএনও মোছা. সালমা আক্তার মেঠোফোনে কালবেলাকে বলেন, কুমারখালী বিলের বোরো ক্ষেতে সেচ কাজ বন্ধ করে দিয়েছিলেন স্থানীয় পুকুর খনন চক্রের লোকজন। খবর পেয়ে তিনি মাঠে গিয়ে ক্ষেতে সেচ সুবিধা চালু করে দিয়েছেন। একই সাথে তিন ফসলি এসব জমিতে পুকুর খনন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। তবে পুকুর খননের প্রস্তুতি নেওয়া ব্যক্তিদের না পাওয়ায় আইনি ব্যবস্থা নেওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

বিএনপি নেতাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর

২৫ ঘণ্টা পর ৬৮ জেলে উদ্ধার

ডিটেনশন আইনে কারাগারে মডেল মেঘনা আলম

মানিকগঞ্জে ‘সিঙ্গেল ইউজড প্লাস্টিক ও শব্দদূষণ’ বিষয়ক কর্মশালা

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ দেশের অর্থনীতিতে মাইলফলক : জামায়াত

কিডনির পাথর অপসারণ বিষয়ে ডা. রফিকের আধুনিক চিকিৎসার প্রেজেন্টেশন উপস্থাপন

মডেল মেঘনা আলমকে ‘দরজা ভেঙে’ কারা নিয়ে গেল

বিনিয়োগ সম্মেলনে স্বাস্থ্য, প্রযুক্তি ও পানিসম্পদ খাতে ৫ সমঝোতা স্মারক সই

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা, ১১ আসামির জামিন খারিজ

১০

ফেনীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

১১

চুরির পর ইমামের মোবাইল ফিরিয়ে দিল চোর

১২

ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে খুলনায় বিএনপির র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

১৩

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছাচ্ছে

১৪

সাঁতার-অ্যাথলেটিকসে বিদেশি কোচের প্রত্যাশা

১৫

সিলেটে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিন মামলায় আসামি ১৮০০

১৬

‘উন্নয়ন কাজে কাউকে এক পয়সাও চাঁদা দিতে হবে না’

১৭

কৃষক দল মাগুরা জেলা শাখার সভাপতি হলেন রুবাইয়াত

১৮

সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী তামান্নাকে আত্মসমর্পণের নির্দেশ

১৯

সিলেটে প্রথম দিনে অনুপস্থিত ৮৭৮ এসএসসি পরীক্ষার্থী

২০
X