গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৪ নম্বর বরিশাল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রফিকুল ইসলামকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) জেলার স্থানীয় সরকার বিভাগের এক পত্রে এ আদেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম। তিনি জানান, নারী ও শিশু নির্যাতন আইনে করা ধর্ষণ মামলায় রফিকুল ইসলামের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন হয়েছে। তাই তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
রফিকুল ইসলাম উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ২০২১ সালের ৬ অক্টোবর মামলা হয়।
মামলার বাদী উপজেলা তাঁতী লীগের এক নেত্রী। তিনি অভিযোগ করেন, বিয়ের প্রলোভনে দীর্ঘদিন তাকে ধর্ষণ করেন ওই ইউপি চেয়ারম্যান। বারবার আশ্বাস দিয়েও তিনি ওই নারীকে বিয়ে করেননি।
মন্তব্য করুন