চট্টগ্রামে জলিল-জাহান ফাউন্ডেশনের উদ্যোগে সাতকানিয়া-লোহাগাড়া ও এর আশপাশের অঞ্চলের শিক্ষার্থীদের জন্য শুরু হতে যাচ্ছে ‘হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৩’। আগামী ১৭ জুলাই থেকে শুরু হয়ে ২০ জুলাই পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। দুই ক্যাটাগরিতে এ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে নগদ ১৫ লাখ টাকা পুরস্কার।
আজ শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জলিল-জাহান ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সাতকানিয়া উপজেলার কেরানিহাট সি-ওয়ার্ল্ডে দুটি ক্যাটাগরিতে এ প্রতিযোগিতার আয়োজন হবে। এতে প্রথম ক্যাটাগরিতে (৩০ পারা) প্রথম পুরস্কার থাকবে এক লাখ টাকা, দ্বিতীয় ক্যাটাগরিতে (১৫ পারা) প্রথম পুরস্কার থাকবে ৫০ হাজার টাকা, প্রথম ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার থাকবে ৫০ হাজার ও দ্বিতীয় ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার থাকবে ২৫ হাজার টাকা, প্রথম ক্যাটাগরিতে তৃতীয় পুরস্কার থাকবে ২৫ হাজার ও দ্বিতীয় ক্যাটাগরিতে তৃতীয় পুরস্কার থাকবে ১৫ হাজার টাকা, প্রথম ক্যাটাগরিতে চতুর্থ থেকে দশম পুরস্কার হিসেবে থাকছে ১০ হাজার টাকা এবং দ্বিতীয় ক্যাটাগরিতে চতুর্থ থেকে দশম পুরস্কার হিসেবে থাকছে ৫ হাজার টাকা।
কেরানিহাট সি-ওয়ার্ল্ড রিসোর্টে সর্বশেষ ২৯ জুলাই অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তাছাড়া দুই বিভাগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারী মোট ছয় বিজয়ীর বাবার জন্য থাকছে পবিত্র হজ (ওমরাহ) পালনের আয়োজনসহ আকর্ষণীয় নানা পুরস্কার।
মন্তব্য করুন