খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি উপজেলার গাড়িটানা বাজারে সামনে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের হাশিমনগর গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আব্দুল মোতালেব (৩৫) ও একই এলাকার বাসিন্দা সিএনজিচালক আলি আজগর (৩২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার সকালে মানিকছড়ি তিনট্যাহরি থেকে আম নিয়ে সিএনজিটি চট্টগ্রাম যাওয়ার পথে গাড়িটানা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান চাপা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় আমভর্তি সিএনজিটি। এ সময় ঘটনাস্থলেই সিএনজিতে থাকা দুজন নিহত হন।
মানিকছড়ি থানা ওসি মো. আনসারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন