বগুড়ার কাহালুতে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তারা বেড়াতে গিয়েছিলেন।
বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে কাহালু উপজেলার মালঞ্চা-রানীরহাট আঞ্চলিক সড়কে মুলার সাঁকো নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর গ্রামের শিবলু রহমান জেমস (১৭) ও সোহানুর রহমান সোহান (১৭)। গুরুতর আহত হয়েছেন একই গ্রামের রাশেদুল ইসলাম (১৮)। তারা একে অপরের বন্ধু।
পুলিশ জানায়, তিন বন্ধু মোটরসাইকেলে করে কাহালু উপজেলার ইন্দুখুর বাজারে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে মুলার সাঁকো নামক স্থানে দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক সংলগ্ন গাছের সঙ্গে ধাক্কা লাগে।
এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং তিনজনই সড়কের ওপর ছিটকে পড়ে। ঘটনাস্থলেই শিবলু রহমান জেমস মারা যান।
স্থানীয় লোকজন অপর দুজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সোহানুর রহমান সোহান মারা যান। গুরুতর আহত অবস্থায় রাশেদুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন।
হতাহতদের মধ্যে জেমস এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সোহান লেখাপড়া করে না। আর গুরুতর আহত রাশেদুল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে।
ওসি জানান, নিহত দুজনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন