নওগাঁর বদলগাছীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৮টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
এর আগে বুধবার (২০ মার্চ) বিকালে উপজেলার মথুরাপুর ইউপির জালালপুর গ্রামের নিজ বাড়িতে ছেলে নাসিম তার বাবা নূর ইসলামের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন।
বদলগাছী থানার ওসি মাহবুবুর রহমান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত নূর ইসলামের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ছেলে নাসিম পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, বুধবার সকালে সংসারের বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের কথাকাটাকাটি হয়। বিকেল ৫টার দিকে আবারও বাবা-ছেলের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। নাসিম ক্ষিপ্ত হয়ে বাবা নূর ইসলামের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন।
আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮টার দিকে মারা যান তিনি।
মন্তব্য করুন