ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বাদুরিয়া-বকুলতলা কমিউনিটি ক্লিনিকের জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে।
কমিউনিটি ক্লিনিক কর্তৃপক্ষ অভিযোগ করেন, এই ক্লিনিকের জমির পরিমাণ ৫ শতক। এর মধ্যে ২ শতক জমির ওপর ক্লিনিকের ভবন নির্মাণ করা হয়েছে, বাকি ৩ শতক জমি বেদখল হয়ে আছে। ক্লিনিকের জমিতে সীমানা প্রাচীর না থাকায় সম্পূর্ণ বেআইনিভাবে স্থাপনা নির্মাণ করে দোকান ঘর হিসেবে ভাড়া দিয়ে আসছে বকুলতলার আজিজুল হকের ছেলে এমদাদুল হক সবুজ।
সবুজ ৪-৫ বছর আগে ক্লিনিকের সামনের জায়গা দখল করে একটি দোকান নির্মাণ করেন। বছর খানেক আগে দোকান ঘরটি আধাপাকা করে আরও বড় করেন। বর্তমানে দোকানটি সাহেদ টি স্টোর নামে পরিচালিত হচ্ছে। একদিকে ক্লিনিকের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ অন্যদিকে ক্লিনিকের প্রবেশ পথে দোকানের চেয়ার টেবিলের কারণে ক্লিনিকে রোগী আসা-যাওয়ায় সমস্যা হচ্ছে।
দোকান ঘর নির্মাণকারী এমদাদুল হক সবুজ জানান, আমি ২০১৬ সালে মো. মানিক ও কেশব দত্ত গুপ্তর থেকে ১ শতকের ৮৮ পয়েন্ট জায়গা দেড় লাখ টাকা দিয়ে ক্রয় করে ওই জায়গায় দোকান ঘর নির্মাণ করেছি। সরকারি জায়গা দখল করিনি।
বাদুরিয়া-বকুলতলা কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) আবু তৈয়ব জানান, এই ক্লিনিকের নামে রেজিস্ট্রিকৃত ৫ শতক ভূমির সীমানা না থাকার কারণে সরকারি ভূমি বলে যে যার মতো ব্যবহার ও দখল করছে। এমদাদুল হক সবুজ নামে এক ব্যক্তি ক্লিনিকের সামনের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করেছে। যার ফলে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা প্রদান করতে বিঘ্ন ঘটছে। এই ক্লিনিকে দৈনিক ৩৫-৪০ জন রোগী সেবা নেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তাকে বিষয়টি জানালে উনার পরামর্শে ক্লিনিকের ভূমির সীমানা নির্ধারণ করে দেওয়ার জন্য গত ২২ ফেব্রুয়ারি উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত আবেদন করি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাস জানান, সরকারি সম্পত্তি দখল করে দোকান ঘর নির্মাণ করার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। প্রয়োজনে আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান জানান, বকুলতলা কমিউনিটি ক্লিনিকের সীমানা নির্ধারণ করে দেওয়ার বিষয়ে একটা আবেদন পেয়েছি। ক্লিনিকের জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করার বিষয়টি খতিয়ে দেখে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন