গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (২০ মার্চ) সকালে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ছাগল ছেড়া এলাকায় গ্লোবাল পরিবহনের একটি গাড়ির সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ওসি মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্লোবালের মাদারীপুরগামী একটি গাড়ির সঙ্গে ফরিদপুরগামী মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
নিহতারা হলেন গোপালগঞ্জ সদরের আড়পাড়া হরিদাসপুর এলাকার সাইদুজ্জামানের স্ত্রী সালমা বেগম (৫৫), তার দুই বোন নাসিমা বেগম (৫০), আসমা বেগম (৪৮), তার ভাবি আনজু মনোয়ারা বেগম (৭০), মাইক্রো চালকের নাম জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী গ্লোবাল পরিবহনের একটি বাস ও ঢাকা থেকে মাদারীপুরগামী হায়েস মাইক্রো ঘটনাস্থলে মুখোমুখি সংঘর্ষে তিন বোন ও ভাবিসহ পাঁচজন নিহত হয়েছেন। ভাংগা হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয়রা নিহতদের মরদেহ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার এসআই নোমান জানান, বাস মাইক্রো মুখোমুখি সংঘর্ষে তিন বোন, ভাবী ও মাইক্রো চালকসহ পাঁচজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। আমরা লাশের পরিচয় পেয়েছি। বাস ও মাইক্রো থানায় হেফাজতে রয়েছে। নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন