সিলেটের জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় ফের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে সিলেট তামাবিল মহাসড়কের চিকনাগোল ইউনিয়নের হযরত শাহজালাল (রহ.) কলেজের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। কিছুদিন ধরে কলেজগেট সংলগ্ন একটি যাত্রীছাউনিতে অবস্থান করে আসছিলেন। তার কোনো পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় সিলেটগামী একটি ডিআই পিকআপ তাকে ধাক্কা মেরে চলে যায়। এ সময় ৮ থেকে ১০ ফুট দূরে ছিটকে পড়লে ঘটনাস্থলে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, পিকআপটি নিহত ব্যক্তিকে ধাক্কা মেরে সটকে পড়ে। সে জন্য আটক করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন