গাইবান্ধার ফুলছড়িতে জমির বিরোধের জেরে হামলায় নুরুন্নবী মিয়া (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনা বিচারের দাবিতে তার লাশ নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্বজন ও এলাকাবাসী। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে এ বিক্ষোভ হয়।
নুরুন্নবী মিয়া উপজেলার দক্ষিণ বুড়াইল গ্রামের বাসিন্দা। প্রতিবেশী গোলজার মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে তার বিরোধ চলছিল।
এলাকাবাসী জানান, সোমবার (১৮ মার্চ) সকালে নুরুন্নবী মিয়া ও গোলজার মিয়ার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে গোলজার মিয়া ও তার লোকজন হামলা চালান। এতে নুরন্নবী মিয়াসহ অন্তত আটজন আহত হন।
পরে গুরুতর আহত নুরুন্নবী মিয়াকে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বিকেলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।
এদিকে থানা ঘেরাও করা লোকজনের সঙ্গে পুলিশের কথাকাটাকাটি হয়। এ সময় লাশ অ্যাম্বুলেন্সে ছিল। একপর্যায়ে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। এরপর আন্দোলনকারীরা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন।
ফুলছড়ি থানার ওসি রাফিকুজ্জামান বসুনিয়া বলেন, বিক্ষোভকারীদের থেকে লাশ নিয়ে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
মন্তব্য করুন