কিশোর গ্যাংয়ের হামলায় চাঁদপুরের এক উপজেলা চেয়ারম্যান আহত হয়েছেন। সোমবার (১৮ মার্চ) সকালে নিজ বাসা থেকে উপজেলা পরিষদে যাওয়ার পথে তিনি হামলার শিকার হন।
কিশোর গ্যাংয়ের হামলার শিকার ওই উপজেলার পরিষদ চেয়ারম্যানের নাম কবির আহমেদ। তিনি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
জানা গেছে, সোমবার সকালে ঘোষপাড়ায় নিজের বাসা থেকে উপজেলা পরিষদে যাওয়ার পথে কিশোর গ্যাংয়ের ১০ থেকে ১২ জন সদস্য তার ওপর হামলা চালায়। এ সময় তিনি বাম হাত ও হাঁটুতে আঘাত পান। পরে স্থানীয়দের সহায়তায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তবে আকস্মিক ওই হামলায় কাউকে চিনতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, চেয়ারম্যানের ওপর হামলাকারীরা ১০ থেকে ১২ জন ছিল। তাদের প্রত্যেকের গায়ে স্কুল পোশাক ও মুখে মাস্ক পরা ছিল।
আহত চেয়ারম্যান কবির আহমেদ বলেন, তারা আমার ওপর আকস্মিক হামলা চালিয়ে আমার বাম হাত ভেঙে দিয়েছে। আমি চিৎকার করলে আশপাশের লোক এগিয়ে আসে। এ সময় হামলাকারীরা পালিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা, চাঁদপুর জেলা পুলিশের (মতলব সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কবির, থানার ওসি রিপন বালা, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও দলীয় নেতারা।
চাঁদপুরের মতলব দক্ষিণ থানার ওসি রিপন বালা বলেন, চেয়ারম্যানকে মারধরে অভিযোগ পাওয়া গেছে। তবে কে বা কারা মারধর করেছে তা নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে দোষীদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন