চুয়াডাঙ্গায় জেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রশান্ত অধিকারীকে আহ্বায়ক ও কিশোর কুমার কুন্ডুকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট জেলা পূজা উদযাপন পরিষদের এ কমিটি গঠন করা হয়।
গত ৭ মার্চ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জে এল ভৌমিক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
মেয়াদোর্ত্তীণ পূর্ববর্তী কমিটি বাতিল করে নতুন এ কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ। এ ছাড়া জেলার সব উপজেলার পূজা উদযাপন পরিষদের কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়।
মন্তব্য করুন