রমজান উপলক্ষে প্রান্তিক নারীদের জন্য সপ্তাহব্যাপী সাশ্রয়ী মূল্যে বাজার কর্মসূচির ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চুয়াডাঙ্গা।
রবিবার (১৭ মার্চ) সকালে জেলা পুলিশ লাইন্সের ফুড পার্ক চত্বরে সাশ্রয়ী বাজার কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও জেলা পুনাকের প্রধান উপদেষ্টা আর এম ফয়জুর রহমান।
কর্মসূচিটির সার্বিক সমন্বয় করেন চুয়াডাঙ্গা জেলা পুনাকের সভানেত্রী জান্নাতুল ফেরদৌস।
পুনাকের নিজস্ব অর্থায়ন ও জেলা পুলিশের সিনিয়র কর্মকর্তাদের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় প্রান্তিক নারীরা চাল, ডাল, তেল, চিনি, আলু, পেঁয়াজ, ছোলা, মুড়ি, বেসন ও খেজুরের মত ১০টি প্রয়োজনীয় খাদ্যপণ্য বাজার মূল্যের অর্ধেক দামে কেনার সুযোগ পাবেন।
পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বলেন, ‘আর্থিকভাবে অসচ্ছল অনেক মানুষই বিনামূল্যে পণ্য নিতে স্বস্তিবোধ করেন না। তাই পুনাক ও জেলা পুলিশ কর্মকর্তাদের অংশগ্রহণে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রমজানে প্রান্তিক নারীদের সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করতে পেরে জেলা পুলিশ ও পুনাক পরিবার খুশি। আগামী ২৩ মার্চ পর্যন্ত চালু থাকবে এই বাজার।’
পুনাক সভানেত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ইফতার পার্টির আয়োজন না করে চুয়াডাঙ্গা পুনাক জেলার প্রান্তিক নারীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। ভবিষ্যতে এ ধরনের জনহিতকর কাজের ব্যাপ্তি বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত থাকবে।
উপস্থিত প্রান্তিক নারীরা জানান, বাজার মূল্যের চেয়ে অর্ধেক মূল্যে পুলিশ নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে খাদ্য সামগ্রী কিনতে পেরে খুশি।
সপ্তাহব্যাপী শতাধিক নারী ১০টি খাদ্যসামগ্রী অর্ধেক মূল্যে পাবেন। চাল ২৫ টাকা কেজি, ডাল ৪০ টাকা কেজি, তেল ৮০ টাকা কেজি, চিনি ৬৮ টাকা কেজি, আলু ১৫ টাকা কেজি, পেঁয়াজ ২৮ টাকা কেজি, ছোলা ৫০ টাকা কেজি, মুড়ি ৬৪ টাকা কেজি, বেসন ৪৫ টাকা কেজি ও খেজুর ৮৫ টাকা কেজি দরে কিনতে পারবেন।
বাজার কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন পুনাকের সাধারণ সম্পাদক জোবায়দা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, পুনাকের কোষাধ্যক্ষ সাবিনা ইয়াসমিন, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার হুমায়রা আক্তার প্রমুখ।
মন্তব্য করুন