নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৯:৫৪ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১০:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মুহূর্তেই ৬০০ টাকার তরমুজ হয়ে গেল ১৫০ টাকা!

বাজার নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। ছবি : কালবেলা
বাজার নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। ছবি : কালবেলা

ম্যাজিস্ট্রেট দেখে ফল ব্যবসায়ীরা যেই তরমুজ ভোক্তার কাছে বিক্রি করেছেন ৫শ থেকে ৬শ টাকায়, সেই তরমুজের দাম নামিয়ে আনেন ১৫০ টাকায়।

শনিবার (১৬ মার্চ) নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দামের চিত্রটি সম্পূর্ণ উল্টে যায়। ঘটনাটি ঘঠেছে উপজেলার গোপালদী বাজারে।

বাজার নিয়ন্ত্রণে আড়াইহাজার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অভিযান চলে বিকেল ৪টা পর্যন্ত।

অভিযানে আড়াইহাজার থানার ওসি মো. আহসানউল্লাহ, গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতাউর রহমানসহ পুলিশ ও প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা যায়, রমজান মাসে কয়েকদিন যাবৎ তরমুজ ও ফলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য অস্বাভাবিক দামে বিক্রি করাায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায় উপজেলা প্রশাসন। ম্যাজিস্ট্রেটের অভিযান দেখে ব্যবসায়ীরা কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমে বিক্রি করা শুরু করেন। দোকানে ৫শ থেকে ৬শ টাকায় বিক্রি করা তরমুজ অভিযানের সময় দুপুরে ১৫০ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা।

অপরদিকে লেবুর হালিপ্রতি ২০ টাকা কমে বিক্রি করতে দেখা যায়। বড় লেবু ১২০ টাকার পরিবর্তে ১০০ টাকা আর ছোট লেবুর প্রতি হালি ৬০ টাকা বিক্রি করেছেন তারা। এমনকি ৯০ টাকার সবজি ৭০ টাকায় বিক্রি করতেও দেখা গেছে। এ সময় ম্যাজিস্ট্রেট দেখে অনেক বিক্রেতারা দোকান রেখে পালিয়ে যান।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আড়াইহাজার উপজেলার গোপালদি বাজারে তরমুজ বিক্রেতাসহ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানে পণ্যের ক্রয় রশিদ এবং মূল্য তালিকা দেখতে চাওয়া হয়। পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে দেন ম্যাজিস্ট্রেট।

অভিযানের সময় স্থানীয় রয়েল বেকারির মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন পণ্য পেয়ে এবং দাম বেশি নেওয়ায় আরও ২ তরমুজ বিক্রিতাকে আটক করা হয়। পরে ভুল স্বীকার করে মুচলেকা দিলে তাদের ৩ জনকে ছেড়ে দেওয়া হয়।

অপর দিকে দুপুরে আড়াইহাজার বাজারে দাম বেশি নেওয়ায় এক তরমুজ বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ক্রয় রশিদ দেখাতে না পারায় ও বেশি দামে বিক্রি করায় মো. সাজারুল ইসলাম নামে তরমুজ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মাহাদী নামে গরু মাংস ব্যবসায়ী ৭৫০ টাকায় বিক্রি করছেন। এ সময় ৬২০ টাকায় বিক্রি করার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। বেশি দাম রাখায় গরু ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাজারে ক্রয় করতে আসা তানভীর আহম্মেদ বলেন, ম্যাজিস্ট্রেট দেখে ৫শ থেকে ৬শ টাকা দাম বেশি রাখা তরমুজ ১৫০ টাকায় কিনতে পেরেছি। নিয়মিত বাজার মনিটরিং করা প্রয়োজন। তাহলে আমরা ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারতাম।

অপরদিকে আল আমিন নামে এক ক্রেতা বলেন, ১৫০ টাকা দামে তরমুজ বিক্রির খবর শুনে বাজারে এসে দেখি ম্যাজিস্ট্রেট যাওয়ার পর আবার বেশি দামে তরমুজ বিক্রি করছে বিক্রেতারা।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ জানান, শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা বাজার মনিটরিং করেছি। এ সময় অতিরিক্ত দামে মাংস বিক্রি করায় শরিফকে ১০ হাজার এবং মাহাদীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে বেশি দামে তরমুজ বিক্রি করায় সাজারুল নামের এক তরমুজ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক জানান, রমজান মাসে কেউ অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে কারাদণ্ড ও জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে নারায়ণগঞ্জের সকল উপজেলা প্রশাসনকে নিয়মিত বাজার মনিটরিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। তারা কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যাম্পাস রাজনীতির মডেল তুলে ধরে মির্যা গালিবের স্ট্যাটাস

খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিলের শুনানির দিন ধার্য

ধর্ষণের বিচারের দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

বার্সার বেঞ্চের ম্যাজিকে লা লিগার শীর্ষে ফ্লিকের দল

কালবেলার সাংবাদিকের ওপর হামলা, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

গবেষণা / জুলাই বিপ্লবোত্তর মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

হাসিনাকে আশ্রয় দিয়ে হিন্দুস্তান ক্ষমার অযোগ্য অপরাধ করেছে : গিয়াস উদ্দিন

ভারতে সুড়ঙ্গে আটকেপড়াদের জীবন অনিশ্চিত

চোখে লাল কাপড় বেঁধে ঢাকার পথে কুয়েটের ৮০ শিক্ষার্থী

ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের ওপর চাপ সৃষ্টির আহ্বান জার্মানির

১০

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, বরের ভাই নিহত

১১

রূপায়ণ গ্রুপে নিয়োগ, নারী-পুরুষ উভয়েই আবেদন করুন

১২

ঝালকাঠি সরকারি মহিলা কলেজ ছাত্রদলের কমিটি গঠন

১৩

মুক্তি পেয়েছে মাতৃভাষার গান ‘মা’

১৪

আজও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

১৫

বাকৃবিতে অস্ত্রসহ আটক ৫

১৬

আকর্ষণীয় বেতনে ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, লাগবে না অভিজ্ঞতা 

১৭

আজহারির মাহফিলে চুরির হিড়িক, ৮ নারী আটক 

১৮

মদিনাতুল উলুম আমিনিয়া মাদ্রাসার সপ্তম বার্ষিক খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত

১৯

ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণা, গ্রেপ্তার ১

২০
X