সমাজ বিনির্মাণে সাংবাদিকদের অবদান অস্বীকার্য উল্লেখ করে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমি সাংবাদিক পরিবারের মানুষ। সব সময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।
শনিবার (১৬ মার্চ) প্রেস ক্লাবে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পরে ফোরামের কার্যকরী কমিটির নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সমাজকল্যাণমন্ত্রী। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন এতিমখানার শিশুদের জন্য পোশাক ও ইফতার বিতরণ করা হয়।
এদিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গণি পাটোয়ারী, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত প্রমুখ।
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াদ ফেরদৌসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় ইফতার গ্রহণের পূর্বে সংগঠনের প্রয়াত সদস্যদেরসহ সবার জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এতে সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও মাঠ পর্যায়ের দায়িত্বরত বিভিন্ন সাংবাদিকগণ ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন