নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল মান্নান নামে এক শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার ছাতড়া-মহাদেবপুর সড়কের চান্দাশ ইউনিয়নের ডিমজাউন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আব্দুল মান্নান নিয়ামতপুর উপজেলার জিমপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তিনি ও তার বোন ইতি আক্তার মোটরসাইকেলে করে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে নওগাঁর উদ্দেশে রওনা হন। তারা ছাতড়া-মহাদেবপুর সড়কের ডিমজাউন নামক স্থানে এলে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুল মান্নানের মৃত্যু হয়।
স্থানীয়রা আহত ইতি আক্তারকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন।
এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি মো. রুহুল আমিন জানান, লাশটি উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন