আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা)
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ১০:১৯ এএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণপাড়ায় বিলুপ্তির পথে ঔষধি উদ্ভিদ তিতবেগুন

ভেষজ উদ্ভিদ তিতবেগুন গাছ। ছবি : কালবেলা
ভেষজ উদ্ভিদ তিতবেগুন গাছ। ছবি : কালবেলা

আদিকাল থেকেই মানুষের নানা রোগ নিরাময়ে সুখ্যাতি পাওয়া ভেষজ উদ্ভিদ তিতবেগুন কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিলুপ্তির পথে। একসময় এই জনপদের সড়কের পাশে, পুকুরপাড়ে ও ঝোপঝাড়ে অহরহ দেখা গেলেও এখন আর উদ্ভিদটি তেমন একটা চোখেই পড়ে না। স্থানীয়রা মনে করছেন আধুনিক বিজ্ঞান ও আধুনিকতার হাত ধরে এলোপ্যাথিক চিকিৎসার প্রসার ঘটায় ও ইউনানি চিকিৎসা থেকে মানুষ পিছিয়ে পড়ায় বিলুপ্ত হতে চলেছে ভেষজগুণ সমৃদ্ধ অন্যান্য উদ্ভিদের মতো এই উদ্ভিদটিও।

জানা গেছে, প্রাচীনকাল থেকেই মানুষের নানা অসুখ-বিসুখে ভেষজ গাছ, উদ্ভিদ ও লতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। এগুলোর মধ্যে অন্যতম ভেষজগুণ সমৃদ্ধ উদ্ভিদ তিতবেগুন। তিতবেগুন বা কাকমাচি সোলানাম গণের একটি গুল্মজাতীয় উদ্ভিদ। ভেষজ এই উদ্ভিদটি মানবদেহের নানা রোগ নিরাময়ে আদিকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চিকিৎসা ব্যবস্থায়ও এসেছে আমূল পরিবর্তন। এতে আদিকালের চিকিৎসাব্যবস্থায় পড়েছে ভাটা। যার ফলে ঔষধিগুণ সমৃদ্ধ উদ্ভিদ তিতবেগুনসহ অন্যান্য ওষুধি উদ্ভিদ, গাছ ও লতা দিন দিন বিলুপ্তির দিকে চলে যাচ্ছে।

অথচ ইউনানি চিকিৎসকরা বলছেন গাছগাছালির মাধ্যমে দেওয়া চিকিৎসা ব্যবস্থাও এক ধরনের বিজ্ঞান। পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত এ চিকিৎসা ব্যবস্থা থেকে আধুনিক যুগের মানুষ দূরে সরে পড়ছে। যার ফলে প্রকৃতি থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে ভেষজ উপকরণ।

আয়ুর্বেদ শাস্ত্রমতে তিতবেগুন বা কাকমাচি মানবদেহের নানা রোগের উপশম দিতে সক্ষম। তিতবেগুনে রয়েছে প্রচুর পরমাণে ঔষধিগুণ। এই বেগুন কাঁচা বা রান্না করে খাওয়া যায়। শুধু এর ফল নয়, এই উদ্ভিদের সবুজ পাতা, ফল, বীজ ও শিকড় এবং ছাল সবকিছুতে রয়েছে ঔষধি গুণাগুণ। এটির পাতা ও গাছ কাঁটাযুক্ত। এর পাতা হালকা সবুজ সবুজ রঙের হয়ে থাকে। এটি সাধারণত ১থেকে ২মিটার পর্যন্ত উঁচু হয়।

স্থানীয় বাসিন্দা আবদুল গফুর মুনসী কালবেলাকে বলেন, একসময় বাড়ির পাশের ঝোপঝাড়ে, সড়কের পাশে ও পুকুর খালের ধারে তিতবেগুন গাছ সচরাচর দেখা যেত। বর্তমান সময়ে এই ঔষধি গাছটির তেমন একটা দেখা পাওয়া যাচ্ছে না। আমাদের মা-চাচিরা সে সময় আমাদের অসুখ-বিসুখ হলে তিতবেগুনসহ অন্যান্য ঔষধি গাছ ও তার পাতা ব্যবহার করে আমাদের সুস্থ করে তুলতো। তখনকার সময় আধুনিক চিকিৎসা এতটা সহজলভ্য ছিল না। বনাজি ওষুধের মাধ্যমেই নানা রোগের চিকিৎসা হতো।

উপজেলার সদর ইউনিয়নের নন্দীপাড়া এলাকার কবিরাজ হরিপদ আচার্য কালবেলাকে বলেন, পূর্বপুরুষের হাত ধরে এ পেশায় এসেছি। আমি বংশপরম্পরায় পাওয়া এই পেশা এখনো আঁকড়ে ধরে রাখলেও আমার পরবর্তী প্রজন্ম এই পেশায় আগ্রহী নয়। আমার ছেলেবেলায় দেখেছি আমার বাবার কাছে অনেক রোগী আসত। এখন আর আগের মতো বনাজি চিকিৎসা নেওয়ার মতো রোগীও নেই। বনাজি ওষুধ তৈরি করার জন্য ঔষধি গাছেরও এখন স্বল্পতা। তবে আমার কিছু রোগী আছে যারা আমার কাছ থেকে নানা সমস্যায় চিকিৎসা নেয়। আমিও ওদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউনানি চিকিৎসক ডা. সোহেল রানা কালবেলাকে জানান, তিতবেগুন ভেষজ উদ্ভিদগুলোর অন্যতম একটি। এই উদ্ভিদটির কয়েকটি প্রজাতি রয়েছে। এটি ছোট ছোট কাঁটাযুক্ত এক প্রকার উদ্ভিদ। এই উদ্ভিদটির মধ্যে থাকা এ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান মানবদেহের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। এই উদ্ভিদটির ভেষজগুণ হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের বিরুদ্ধে কাজ করে থাকে। এটি মানবদেহের আলসার নিরাময়ে কাজ করে।

তিনি বলেন, তিতবেগুনের পাতা রস করে খেলে হজমশক্তি বৃদ্ধি পায়। মানবদেহের কৃমির সমস্যায় তিতবেগুন কার্যকরী ভূমিকা রাখতে সক্ষম। নিয়মানুযায়ী এর পাতার রস সেবনে কৃমির বিড়ম্বনা থেকে মুক্তি মেলে। তিতবেগুন উচ্চরক্তচাপ নিযন্ত্রণে প্রাকৃতিক ওষুধ হিসেবে দারুণ কার্যকর। এতে আছে বিভিন্ন ধরনের অন্যন্য যৌগিক অ্যাসিড, ফেরুলিক অ্যাসিড। এতে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটর। যার ফলে উচ্চরক্তচাপ নিযন্ত্রণ করে ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। হাঁপানি (অ্যাজমা) বা শ্বাস কষ্ট রোগে তিতবেগুনের পাতা রস করে নিয়মমাফিক সেবন করলে এসব সমস্যা হতে উপশম মেলে। এ ছাড়া যৌন সমস্যায় এই উদ্ভিদের পাতা ও শেকড়ের রস নিয়মমতো সেবন করলে প্রতিকার পাওয়া যায়।

তিনি আরও বলেন, আমাদের চারপাশে নানারকম গাছ, উদ্ভিদ ও লতাগুল্ম রয়েছে, এগুলোর মধ্যে ঔষধিগুণসম্পন্ন গাছ, উদ্ভিদ ও লতাগুল্ম রয়েছে। ঔষধি গাছগুলো সাধারণ গাছ থেকে কিছুটা আলাদা বৈশিষ্ট্য ধারণ করে মূলত এদের মধ্যে থাকা বিভিন্ন রাসায়নিক পদার্থ, ভিটামিন, গ্লাইকোসাইড, ট্যানিল বা উদ্বায়ী পদার্থের উপস্থিতির কারণে। এসব ভেষজ উদ্ভিদ, লতা ও গাছ আমাদের শরীরের নানা রোগ নিরাময়ে আদিকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। আধুনিক সময়ে এলোপ্যাথি চিকিৎসার অভূতপূর্ব প্রসারের ফলে আদিকাল থেকে চলে আসা ইউনানি চিকিৎসা থেকে মানুষ পিছিয়ে পড়েছে। যে কারণে আগের মতো এখন আর মানুষ ভেষজ উদ্ভিদ ও গাছের চারা রোপণ করে না, এমনকি এমনি এমনিতেই গজানো ভেষজ উদ্ভিদের পরিচর্যাও করে না। যার ফলে প্রকৃতি থেকে দিন দিন ভেষজ উপকরণ হারিয়ে যাচ্ছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন কালবেলাকে বলেন, এলোপ্যাথি চিকিৎসা ব্যবস্থার মতো ইউনানি চিকিৎসা ব্যবস্থাও একটি ফলপ্রসূ চিকিৎসা ব্যবস্থা। যা বহুকাল আগে থেকেই এই অঞ্চল তথা সারাদেশে চলে আসছে।

তিনি বলেন, সরকারও ইউনানি চিকিৎসাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইউনানি চিকিৎসক ও ওষুধ সরবরাহ করেছে। এতে করে ইউনানি চিকিৎসা ব্যবস্থাও এলোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার মতো সমভাবে সমাদৃত হবে।

তিনি আরও বলেন, আশার আলো হচ্ছে বর্তমানে আধুনিক চিকিৎসায়ও পাল্লা দিয়ে বাড়ছে নানা ধরনের ঔষধি গাছের সুষ্ঠু প্রয়োগ। দেশের শীর্ষ ওষুধ কোম্পানিগুলোও ভেষজ ওষুধ উৎপন্ন করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে জন্ম নেওয়া ভারতের প্রথম অহিন্দু প্রধানমন্ত্রী মনমোহন সিং

৩২ লাখ টাকার সেতুতে ৭ বছরেও উঠতে পারেনি কেউ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বড় নিয়োগ, পদ সংখ্যা ১৮৬

মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার

টিভিতে আজকের খেলা

আজকের নামাজের সময়সূচি

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ইতিহাসের এই দিনে যত স্মরণীয় ঘটনা

সুনামগঞ্জে নদীতে বালু উত্তোলনে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

খালাতো বোনের বিয়ে খেতে এলেন ছাত্রলীগ নেতা, অতঃপর...

১০

পাল পাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

১১

সরকারি বাঙলা কলেজে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল

১২

দেশে ফিরে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ব্যারিস্টার রাজ্জাকের

১৩

সারা দেশে জাহাজ ধর্মঘট

১৪

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন

১৫

সাতক্ষীরায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপির আলোচনা সভা

১৬

পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘাতের আগুনে পুড়ছে শিশুরা

১৭

ক্ষতিগ্রস্ত ক্রীড়া মন্ত্রণালয়, কোথায় অফিস করবেন আসিফ মাহমুদরা?

১৮

ছোট ভাইয়ের বিয়েতে বর সেজে গেলেন বড় ভাই, অতঃপর...

১৯

সেন্টমার্টিন থেকে ফেরার পথে মাঝ সমুদ্রে জাহাজ বিকল

২০
X