ফরিদপুরের মধুখালীতে তথ্য সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে তাকে আদালতে তোলা হয়।
সেখানে শুনানি শেষে ফরিদপুর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার ব্যক্তিকে শর্তসাপেক্ষে জামিন দেন।
গ্রেপ্তার ব্যক্তির নাম ঈশারত মোল্যা (৫০)। তিনি মায়ের দোয়া মুড়ি ও চিড়া অটো মিলের মালিক। বুধবার (১৩ মার্চ) সকালে তাকে গ্রেপ্তার করে মধুখালী থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিরাজ হোসেন কালবেলাকে জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আসামি ঈশারতকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ফরিদপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল হাসান পিকুল কালবেলাকে বলেন, ‘সাংবাদিকের ওপর কোনো অত্যাচার আমরা বরদাস্ত করব না। তথ্য সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিকের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে দোষী ব্যক্তির সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবি জানাচ্ছি।’
মায়ের দোয়া মুড়ি ও চিড়া অটো মিল নামে কারখানাটিতে ভেজাল মুড়ি উৎপাদনের খবরে সেখানে তথ্য সংগ্রহে যান সাংবাদিকরা। এ সময় কারখানার মালিক শ্রমিকদের নিয়ে দৈনিক কালবেলার ফরিদপুর জেলা প্রতিনিধি তন্ময় উদ্দৌলা, নাগরিক বার্তার স্টাফ রিপোর্টার এনামুল খন্দকার ও মুক্ত খবরের স্টাফ রিপোর্টার আরিফুজ্জামান চাকলাদারের ওপর হামলা করেন বলে অভিযোগ উঠে। পরে তন্ময় উদ্দৌলা অভিযুক্তদের আসামি করে মামলা করেন।
মন্তব্য করুন