চট্টগ্রামের হাটহাজারীতে পাঁচ মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত পৌর সদর বাজারে অভিযান চালিয়ে এ শাস্তি দেওয়া হয়।
এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় তাদের জরিমানা করা হয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউজ্জামান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১-এর ভিত্তিতে এ শাস্তি দেওয়া হয়।
তিনি আরও জানান, ওই পাঁচ দোকানিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে হালিম সওদাগর ১ হাজার, জোবায়ের সওদাগর ৫ হাজার, বোরহান সওদাগর ৭ হাজার, ওবায়েদ সওদাগর ৭ হাজার এবং ফারুক সওদাগরকে ৫ হাজার টাকা জরিমানা করেন তিনি।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউজ্জামান বলেন, ‘পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী মূল্য তালিকার চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করছেন। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এই অভিযান অব্যাহত থাকবে।’
মন্তব্য করুন