অভয়াশ্রামে নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে বরিশালের হিজলায় ৪০ জেলেকে আটক করা হয়েছে। পরে তাদের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি আনুমানিক ১৯ লাখ টাকা মূল্যের ৩ লাখ মিটার কারেন্ট জাল এবং ৮টি বেহুন্দি জাল জব্দ করা হয়।
বুধবার (১৩ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হিজলা উপজেলাধীন মেঘনা নদীর বিভিন্ন অংশে অভিযানে তাদের আটক করা হয়। যৌথভাবে এ অভিযান পরিচালনা করে মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, আটক ৪০ জেলেকে বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ পরিচালিত মোবাইল কোর্টের কাঠে সোপর্দ করা হয়। কোর্ট তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
এ ছাড়া অবৈধ জালগুলো পুড়িয়ে নষ্ট করা হয়েছে বলে জানান সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম। অভিযানে এসআই অহিদুল ইসলামসহ পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
মন্তব্য করুন