নওগাঁর ধামইরহাটে আয়না আক্তার মহসিনা (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মৃতের পরিবার হত্যার অভিযোগ এনে স্বামী-শাশুড়িসহ চারজনকে আসামি করে ধামইরহাট থানায় হত্যা মামলা দায়ের করেছে। মঙ্গলবার (১২ মার্চ) ভোরে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, উপজেলার উমার ইউনিয়নের বিহারীনগর গ্রামের নুরুল আমিনের স্ত্রী আয়না আক্তার মহসিনার লাশ বাড়ির পূর্ব পাশের একটি আমগাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান স্থানীয়রা। বিষয়টি জানতে পেয়ে পরিবারের লোকজন থানা পুলিশকে খবর দেয়। সকালে পুলিশ লাশ উদ্ধার করে।
এলাকাবাসী জানান, আয়না আক্তারের সঙ্গে শাশুড়ির ছোট ছোট বিষয়ে বিরোধ লেগে থাকত। এর জেরে তিনি আত্মহত্যা করতে পারেন। আয়না আক্তার এক ছেলে ও এক মেয়ে সন্তানের জননী ছিলেন। তার বাবার বাড়ি জেলার পত্নীতলা উপজেলার দিবর খান্দই গ্রামে।
মৃতের চাচা আব্দুল হামিদ অভিযোগ করে বলেন, ‘আমার ভাতিজিতে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনা ধামা-চাপা দিতে গাছে ঝুলানো হয়েছে।’ এদিকে পরিবারের লোকজন পলাতক থাকায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে ধামইরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ব্যাপারে মেয়ের চাচা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মন্তব্য করুন