চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীতে কর্মরত হাবিলদার শাহীন মৃধার (৪৫) ওপর হামলার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় নগরের টাইগারপাস মোড়ে এ ঘটনা ঘটে। এদিকে জীবনের নিরাপত্তা চেয়ে রাতে নগরের খুলশী থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী শাহীন মৃধা।
যাদের বিরুদ্ধে অভিযোগ তারা হলেন- সিপাহি রিপন চন্দ্র দাশ ও হাবিলদার নোমান। তারা দুজনই চট্টগ্রাম রেলওয়ের নিরাপত্তা বাহিনীতে কর্মরত।
বিষয়টি নিশ্চিত করেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ। তিনি বলেন, আহত আরএনবির হাবিলদার শাহীন মৃধা ধানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্ত করছি।
আহত শাহীন মৃধা বলেন, মঙ্গলবার বিকেলে আমি টাইগারপাস মোড়ে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ তারা দুজন আমার ওপর তাদের মোটরসাইকেল তুলে দেয়। কেন এমন করছেন, বিষয়টি জানতে চাইলে সঙ্গে সঙ্গে আমাকে মারধর শুরু করেন। মাথায় গুরুতর আঘাত করেন তারা। এ সময় তারা বলেন, আমাকে জানে মেরে ফেলবে। আমার পরিবারকেও মারবে। বাড়িতে গিয়ে আমাদের হামলা করবে। মূলত প্রাণনাশের হুমকি দেওয়ায় থানায় জিডি করেছি।
তিনি আরও বলেন, চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বিভাগের দায়িত্বরত কর্মকর্তাদেরও বিষয়টি জানানো হয়েছে।
এদিকে অভিযুক্তদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে কয়েকবার তাদের মোবাইল ফোনে কল দিলেও সংযোগ পাওয়া যায়নি।
মন্তব্য করুন