চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হারদী থেকে ওসমানপুর যাওয়ার পথে হারদী মাঠে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেলচালক জীবন আলী (১৯) কুষ্টিয়া জেলার মিরপুর থানার রাজনগর গ্রামের রশিদ আলীর ছেলে।
পুলিশ জানায়, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খান জীবন। এ সময় স্থানীয়রা তাকে ভ্যানে করে হারদী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন