ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ মার্চ) রাত ৮টার দিকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম ফকির (২০) নিজ বাবাকে হত্যার আসামি। তিনি গ্রেপ্তারের পর কারাগারে ছিলেন। বর্তমানে জামিনে রয়েছেন এ তরুণ।
পুলিশ সূত্রে জানা যায়, নাঈম বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই ) আব্দুল্লাহিল বাকী জানান, নিহত নাঈম ২০২২ সালে তার বাবা কিবরিয়া ফকিরকে খুন করেছিলেন বলে অভিযোগ রয়েছে। জামিনে বেরিয়ে বেপরোয়া মোটরসাইকেল চালানোর সময় এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পড়েন।
মন্তব্য করুন