জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউপি চেয়ারম্যান সেলিম মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ.কে.এম আনিছুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বরখাস্তের এ আদেশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাররামরামপুর ইউপি চেয়ারম্যান সেলিম মিয়ার বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী তিনি ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হচ্ছে।
বরখাস্তকৃত চেয়ারম্যান সেলিম মিয়া জানান, সাময়িক বরখাস্তের বিষয়টি শুনেছি। কিন্তু এ বিষয়ে কোনো চিঠি পাইনি। চিঠি পেলে এ বিষয়ে বলতে পারবো। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলবেন বলেও তিনি জানান।
এ বিষয়ে ইউএনও শেখ জাহিদ হাসান জানান, পাররামরামপুর ইউপি চেয়ারম্যান সেলিম মিয়ার বরখাস্ত সংক্রান্ত একটি চিঠি পেয়েছি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ.কে.এম আনিছুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে সেলিম মিয়াকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন