ফরিদপুরে ওয়ান শ্যুটারগান ও দেশীয় অস্ত্রসহ যুবলীগ নেতা সৈয়দ শরিফুল ইসলামকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৬।
রোববার (১০ মার্চ) রাতে ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে তাকে আটক করা হয়।
আটক শরিফুল ইসলাম (৪৫) ফরিদপুর জেলার আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামের বাসিন্দা মৃত সৈয়দ আলীর ছেলে। শরিফুল আলফাডাঙ্গা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি। বর্তমানে তিনি উপজেলার ৩নং সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার।
র্যাব সূত্রে জানা যায়, রোববার রাত ১২টায় র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানাধীন কাশিয়ানি বাসস্ট্যান্ড এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালায়।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শরিফুল ইসলামের বাড়িতে অভিযান চালায় তারা। র্যাবের উপস্থিতি টের পেয়ে শরিফুল পালানোর চেষ্টা করলে তাকে আটক করে র্যাব। এ সময় শরিফুলের বাড়ির রান্নাঘর তল্লাশি করে ১টি দেশি ওয়ান শ্যুটারগান, ১টি চাপাতি এবং ৬টি ধাতব তৈরি ঢাল উদ্ধার করে।
র্যাবের জিজ্ঞাসাবাদে, গ্রামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার উদ্দেশে ওই অস্ত্রসমূহ নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করে শরিফুল। পরে র্যাব তাকে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করে।
আলফাডাঙ্গা থানার ওসি সেলিম রেজা বলেন, র্যাব রাতে অস্ত্রসহ শরিফুল ইসলামকে আটক করে থানায় হস্তান্তর করে। অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। তাকে আদালতে পাঠানো হবে।
মন্তব্য করুন