চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে এক ব্যক্তির বাসা থেকে ১৯ ভরি স্বর্ণালংকার চুরি হয়। সে সোনার দুই ভরি ওজনের গলিত একটি বার ও নগদ ৪ লাখ ২ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১০ মার্চ) বিকেলে পুলিশ কালবেলাকে সোনা উদ্ধার ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।
এর আগে নগরের কোতোয়ালি থানার হাজারি গলি এলাকায় গত শনিবার (৯ মার্চ) রাতে অভিযান চালিয়ে লিটন চক্রবর্তী (৩৮) নামের এক আসামিকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ।
জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি রাতে মীর মোহাম্মদ সম্রাট বাবর হোছাইন নামে এক ব্যক্তির ফ্ল্যাটে চুরির ঘটনাটি ঘটে। নগদ ২২ লাখ টাকা, ১৯ ভরি স্বর্ণালংকার ও একটি আইফোন ১৪ প্রোম্যাক্স মোবাইল ফোন চুরির অভিযোগে গত ২২ ফেব্রুয়ারি তিনি বাদী হয়ে চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। ২৭ ফেব্রুয়ারি নুরুল হক বাবু নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ।
তার কাছে তথ্য পেয়ে চান্দগাঁও থানার একটি দল কোতোয়ালি থানার হাজারি গলি এলাকায় অভিযান চালিয়ে লিটন চক্রবর্তীকে গ্রেপ্তার করে। পরে চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানা এলাকায় অভিযান চালিয়ে লিটনের হেফাজত থেকে চুরি হওয়া সোনার বার ও টাকা উদ্ধার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির কালবেলাকে বলেন, আসামিকে গ্রেপ্তারের পর রোববার (১০ মার্চ) আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অন্যান্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন