কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তের ওয়্যার হাউজে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (১০ মার্চ) দুপুর ১টার দিকে আগুনের এ ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওয়্যার হাউজে শতাধিক ড্রাম ক্যামিক্যাল ছিল।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনর্চাজ মং সুই নু মার্মা বলেন, টানেল নির্মানকালীন সময়ের পুরোনো কিছু বাসায় দুপুর ১টার দিকে এ আগুন লাগে। এ সময় ওই ঘরগুলোতে শতাধিক ড্রাম ক্যামিক্যাল ও ফোম ছিল।
পরে আনোয়ারা ফায়ার সার্ভিস, বানৌজা ঈসা খাঁ, বাংলাদেশ নেভী, মেরিন একাডেমিসহ ৭টি ইউনিট ২ ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন কীভাবে লাগলো এখনো তা জানা যায়নি।
মন্তব্য করুন