মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, গরিবের টাকা মেরে খেতে আমি সংসদ সদস্য হয়ে আসিনি। সংসদ সদস্য থাকা অবস্থায় টিআর, কাবিখাসহ সব ধরনের বরাদ্দ সঠিক জায়গায় ব্যয় করা হবে।
রাজনগর উপজেলার উন্নয়নে কী কী প্রতিবন্ধকতা রয়েছে সে ব্যাপারে দ্রুত তাকে জানাতে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
শনিবার (৯ মার্চ) দুপুরে রাজনগর উপজেলা পরিষদ সম্প্রসারিত মাল্টিপারপাস হলরুমে উপজেলা পরিষদের আয়োজনে সংবর্ধনা ও ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বিভিন্ন সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জিল্লুর রহমান এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, রাজনগর ও মৌলভীবাজারের উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে আমার আলাপ হয়েছে। তারা আমাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সবাই সহযোগিতা করলে খুব শিগগিরই মৌলভীবাজার-৩ আসনকে একটি স্মার্ট সংসদীয় আসন হিসেবে গড়ে তুলতে পারব। এ ছাড়া সরকারি বরাদ্দ ছাড়াও আমি নিজের উদ্যোগে কিছু রাস্তাঘাট করে দেওয়ার চেষ্টা করব।
রাজনগর উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খানের সভাপতিত্বে টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, রাজনগর থানার ওসি মো. আব্দুস ছালেক, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফয়ছল আহমদ, সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, কামারচাক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সজল চক্রবর্তী, জামেয়া হেমায়াতুল ইসলাম ঘড়গাঁওয়ের প্রিন্সিপাল কারি শামছুল হক, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাদিকুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সাম্মু প্রমুখ। এসময় উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে সংসদ সদস্যকে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক পিতলের ‘নৌকা’ ও ক্রেস্ট উপহার দেওয়া হয়।
পরে উপকারভোগীদের মাঝে স্কুল ব্যাগ, তালগাছের চারা, মশারি, সেলাই মেশিন, কৃষি যন্ত্রপাতি ও গবাধিপশুর ভ্যাকসিনসহ বিভিন্ন সরঞ্জাম বিতরণ করা হয়। এর আগে উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান।
মন্তব্য করুন