নরসিংদীর পলাশে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৮ মার্চ) সকালে এ ঘটনায় আহত মামুন মিয়া নামে একজন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। বিষয়টি পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন নিশ্চিত করেছেন। নিহত মামুন মিয়া ডাংগা ইউনিয়নের কাজীরচর গ্রামের কিরন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে ডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই ও যুবলীগ নেতা দেলোয়ার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ৮ জন আহত হয়। আহতরা হলেন, কাজীরচর গ্রামের আরিফ (৪৩), জুয়েল (৩৩), সাইদুর (২২), সিরাজ (৪৭), মামুন মিয়া (২৫), কিরন (৪০), শিষ মিয়া (৫০) ও লাকী (৩০)। পরে আহতদের নরসিংদী ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
সংঘর্ষের পর সাবের উল হাই গ্রুপের কিরন মিয়া বাদী হয়ে দেলোয়ার গ্রুপের সিরাজ নামে একজনকে প্রধান আসামি করে ১৩ জনের নাম উল্লেখসহ আরও ১০-১৫ জন অজ্ঞাতনামার নামে পলাশ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে পলাশ থানার ওসি মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত মামুন সকালে মারা যায়। আমরা অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি। তদন্তসাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন