সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও ভিজিডির ১ হাজার ৮০০ কেজি চাল আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার ৩ নম্বর আলীহাট ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত মঙ্গলবার (৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব একেএম আনিছুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তের এই আদেশ জারি করা হয়।
এতে বলা হয়েছে, হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ানকে সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও অসহায় নারীদের জন্য বরাদ্দ করা ১ হাজার ৮০০ কেজি চাল আত্মসাৎ করায় চেয়ারম্যানের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে অপরাধ সংগঠিত করায় তাকে কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তার জবাব ১০ কার্যদিবসের মধ্যে দিনাজপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
হাকিমপুর উপজেলার নিবার্হী অফিসার অমিত রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার আলীহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে চূড়ান্তভাবে কেন বরখাস্ত করা হবে না সেই মর্মে স্থানীয় সরকার বিভাগ থেকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
মন্তব্য করুন