চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টায় বসতবাড়িতে আগুন দিয়েছেন প্রাক্তন স্বামী।
বুধবার (৫ মার্চ) রেনুফা খাতুন তার প্রাক্তন স্বামী এমদাদুলের বিরুদ্ধে তাকে হত্যার চেষ্টায় বাড়িতে আগুন লাগানোর অভিযোগে একটি মামলা দায়ের করেন।
এর আগে গত রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দলদলী ইউপি ভবনের উত্তরে ইউনুস আলীর মেয়ে রেনুফা খাতুনের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনে আসবাবপত্রসহ সম্পূর্ণ বাড়িটি পুড়ে যায়।
থানার এজাহার সূত্রে জানা গেছে, বাদী রেনুফা খাতুন অভিযোগ করে বলেন, আমি আমার প্রাক্তন স্বামীকে ডিভোর্স দিয়ে অন্য একজনের সঙ্গে বিয়ে করে সংসার করছিলাম। এ খবর পেয়ে প্রাক্তন স্বামী এমদাদুল ও তার বন্ধুরা রোববার রাত সাড়ে ১০টার দিকে আমার ঘরের দরজায় তালা মেরে আগুন লাগিয়ে পালিয়ে যায়। এক ঘরে আমি ও অন্য ঘরে আমার মায়ের সঙ্গে ছেলে-মেয়ে শুয়ে ছিল। আগুন দেখে চিৎকার করতে লাগলে দ্রুত প্রতিবেশীরা এসে তালা ভেঙে ঘর থেকে আমাদের বের করে।
এ প্রসঙ্গে রেনুফা খাতুন বলেন, আমার এখন কিছুই নেই। সব পুড়ে শেষ হয়ে গেছে। পরনের কাপড় ছাড়া কিছু নেই। গোসলের পর প্রতিবেশীদের দেওয়া কাপড় পরে আছি। এলাকার মানুষ যা দিচ্ছে খেয়ে দিনের বেলা বাগানে ও রাতে অন্যের বাড়িতে থাকছি।
প্রতিবেশী শিখা খাতুন বলেন, বাঁচাও বাঁচাও চিৎকার শুনে বাড়ি থেকে বের হয়ে দেখি রেনুফার বাড়িতে আগুন জ্বলছে। দৌড়ে গিয়ে দেখি তারা ঘরের ভেতরে। আর বাইরে দরজায় তালা মারা। তখন দ্রুত দরজা ভেঙে তাদের বের করি।
দলদলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মেম্বার বাবু জানান, ৩ তারিখ রাতে শুনতে পাই ইউনিয়ন পরিষদের পেছনে বাড়িতে আগুন লেগেছে। এসে দেখি বাড়িতে যা ছিল সব পুড়ে শেষ হয়ে গেছে। ঘরের দরজায় তালা মারা ছিল। মানুষজন এসে তাদের ঘর থেকে বের করেছে।
ভোলাহাট থানার ওসি সুমন কুমার বলেন, এ ঘটনায় রেনুফার খাতুন তার প্রাক্তন স্বামী এমদাদুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন