বগুড়া ব্যুরো ও শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০৬:১৯ পিএম
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৬:২৯ পিএম
অনলাইন সংস্করণ

উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি : রিজভী

বগুড়ার শেরপুরে নিহত বিএনপি নেতা আব্দুল মতিনের পরিবারের সদস্যদের সঙ্গে রিজভীর সাক্ষাৎ। ছবি : কালবেলা
বগুড়ার শেরপুরে নিহত বিএনপি নেতা আব্দুল মতিনের পরিবারের সদস্যদের সঙ্গে রিজভীর সাক্ষাৎ। ছবি : কালবেলা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এই কারণে উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি। এটিই আমাদের দলীয় সিদ্ধান্ত।

সোমবার (৪ মার্চ) বেলা ১১টায় বগুড়ার শেরপুরে পুলিশের গ্রেপ্তার এড়াতে পালিয়ে থাকা দুর্বৃত্তদের হাতে নিহত বিএনপি নেতা আব্দুল মতিনের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী আরও বলেন, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা নির্বাচনে অংশ নেবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অতীতের মতোই ওইসব নেতাদের দল থেকে বহিস্কার করা হবে বলেও জানান তিনি।

এর আগে উপজেলার বিশালপুর ইউনিয়নের মান্দাইল গ্রামের বাড়িতে যান রুহুল কবির রিজভী। সেইসঙ্গে শোকাহত পরিবারের সদস্যদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সমবেদনা জানান এবং নিহতের স্ত্রী লাইলী বেগমের হাতে নগদ অর্থ তুলে দেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির নেতা শহিদুর রহমান শহিদ, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বিশালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহম্মেদ, স্থানীয় বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান, জহুরুল ইসলাম, আব্দুল মজিদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া নিহতের পরিবারের সদস্যদের মধ্যে ছেলে মিলন রহমান, মেয়ে মৌসুমী আক্তার, জামাই নাজিমুদ্দিন নাজু উপস্থিত ছিলেন।

পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি নেতা রুহুল কবির নিহত আব্দুল মতিনের কবরে ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।

গত বছরের ১৪ নভেম্বর শেরপুরে পুলিশ-আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। পর দিন ১৫ নভেম্বর বিশালপুর ইউনিয়ন বিএনপির সদস্য ও একই ইউনিয়নের মান্দাইল গ্রামের বাসিন্দা আব্দুল মতিনসহ স্থানীয় উপজেলা বিএনপির ৬৭ জনের নামে বিস্ফোরণ ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়। এরপর থেকে গ্রেপ্তারের ভয়ে বিভিন্ন স্থানে পালিয়ে থাকতেন তিনি। এরই একপর্যায়ে ২২ নভেম্বর রাতে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করে মৃত ভেবে ফেলে রেখে যায়। পর দিন ২৩ নভেম্বর ভোরে বাড়ির পাশের ফসলি মাঠ থেকে গুরুতর অবস্থায় তাকে (বিএনপি নেতা আবদুল মতিন) উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে ‘জুলাই অভ্যুত্থান’ নিয়ে তরুণ লেখক ফোরামের চিত্র প্রদর্শনী

গেম খেলতে গিয়ে নেপালি তরুণীর সাথে পরিচয়, যা করল বাংলাদেশি যুবক   

নতুন করে শৈত্যপ্রবাহ আসছে, কী বলছে আবহাওয়া অধিদপ্তর

জুলাই ঘোষণাপত্র তৈরিতে সব রাজনৈতিক দল একমত হয়েছে : আসিফ নজরুল

বিএনপি নেতার গাড়িবহরে হামলা, প্রতিবাদে বিক্ষোভ

যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৮০

বুটেক্স সাংবাদিক সমিতির ‘নবদর্পণ’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

ঐক্যবদ্ধভাবে দিতে না পারলে ঘোষণাপত্রের দরকার নেই : ড. ইউনূস

এআইইউবিতে আন্তর্জাতিক রোবোটিক্স, ইলেকট্রিক্যাল ও সিগনাল প্রসেসিং টেকনিক কনফারেন্স অনুষ্ঠিত

নূহের লতিফ খানের মৃত্যুতে ডিসিসিআইর গভীর শোক

১০

‘ভোট বেচাকেনা বন্ধ করতে না পারলে গণতন্ত্র সফল হবে না’

১১

বাংলাদেশের আগ্রহ পাকিস্তানি ‘জেএফ-১৭ থান্ডারে’

১২

শ্রমিকদল নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে

১৩

সাব্বিরকে তামিম, ‘লাগতে আইসো না’

১৪

‘আমরা গাজায় যা করেছি, তার জন্য দুঃখিত’– ইসরায়েলি সেনা

১৫

আইইউবিএটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

নিক্সনের কল রেকর্ড ভাইরাল

১৭

ভারতের বক্তব্যে পাকিস্তানের তীব্র প্রতিক্রিয়া

১৮

রিমান্ড শেষে ছাত্রলীগ নেত্রী নিশি কারাগারে 

১৯

‘সবার মতামতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র করতে চাই’

২০
X